Advertisment

Cyclone Remal Update: 'রেমাল' আতঙ্কে বুক কাঁপছে! ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট 'ভয়াবহ'? ফাঁকা করা হল সমুদ্র সৈকত

Cyclone Remal Update: দিঘার সমুদ্র সৈকতেও রেমালের এফেক্ট শুরু। বাড়ছে জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দিঘা উপকূলে। গাড়োয়াল টপকে রীতিমতো ঢেউ উঠছে।ভোটের কারণে দিঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দিঘার সাগর পাড়ে। তাঁদেরও সরে যেতে সতর্ক করছে প্রশাসন।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Cyclone remal latest update

Cyclone Remal Update: সমুদ্র সৈকত ফাঁকা করে দিলেন পুলিশকর্মীরা।

Cyclone Remal Update: প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল' (Cyclone Remal)। রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে চূড়ান্ত সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই উপকূলের বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মহকুমা শাসকের দফতর গুরুত্বপূর্ণ বৈঠক। তারপরেই বকখালির সমুদ্রতট ফাঁকা করল প্রশাসন।

Advertisment

আরও পড়ুন- Cyclone Remal-Eastern Railway: ধেয়ে আসছে ‘রেমাল’, যাত্রী-স্বার্থে দুরন্ত বন্দোবস্ত রেলের! এখবর আগে পড়ুন

জেলাশাসক সুমিত গুপ্তা থেকে শুরু করে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কে রাও-সহ পুলিশ-প্রশাসনের পদস্থ কর্তারা মুহুর্মুহু বৈঠক সারছেন। অতিরিক্ত শুকনো খাবার, পানীয় জল মজুত রাখার উপরে জোর দেওয়া হচ্ছ। প্রতিটি ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঝড়ের গতি-প্রকৃতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন- Cyclone Remal Update: কাঁপানো শক্তিতে ধেয়ে আসছে ‘রেমাল’, ঘূর্ণিঝড়-শঙ্কায় তটস্থ বাংলা! তছনছ হবে কলকাতা?

কাকদ্বীপের লট নম্বর আট থেকে কচুবেডিয়া পর্যন্ত ভেসেল পরিসেবা যে কোনও সময় বন্ধ করে দেওয়া হতে পারে। ইতিমধ্যেই সেব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। অন্য দিকে বকখালিতে সমুদ্রে নামার উপরে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হয়েছে।

আরও পড়ুন- Lok Sabha Election 2024 Phase 6 Live Updates: ভোটের ‘ষষ্ঠীপুজো’, ধুন্ধুমার-কাণ্ড গড়বেতায়, মাথা ফাটল জওয়ানের, BJP প্রার্থীর গাড়ি ভাঙচুর

দ্রুত গতিতে গোটা সমুদ্রতট খালি করে দেওয়া হয়েছে। বকখালি সমুদ্র সৈকতে যে পর্যটকরা রয়েছেন তাঁদের অবিলম্বে সৈকত ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ প্রশাসনের।

Cyclone Remal Remal Cyclone Remal Update Weather Forecast
Advertisment