Advertisment

Cyclone Remal-Eastern Railway: ধেয়ে আসছে 'রেমাল', যাত্রী-স্বার্থে দুরন্ত বন্দোবস্ত রেলের! এখবর আগে পড়ুন

Cyclone Remal Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। ক্রমেই তা ধেয়ে আসছে উপকূলের দিকে। এখনও পর্যন্ত আবহাওয়াবিদদের যা ধারণা, তাতে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের উপকূলের মাঝের কোনও জায়গায় গিয়ে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়ার তুমুল আশঙ্কা এরাজ্যেও। ইতিমধ্যেই জোরকদমে তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Remal Update Eastern Railway Howrah Sealdah Division initiative

Eastern Railway: দুর্যোগ শঙ্কায় যাত্রী স্বার্থে দুরন্ত তৎপরতা রেলের।

Cyclone Remal Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Remal)। আগেভাগে চূড়ান্ত সতর্ক পূর্ব রেল। আগামী ২৬ মে রবিবার পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রেললাইনে ধ্বস নামারও আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়াও পুরোদমে শুরু হয়ে গিয়েছে।

Advertisment

হাওড়া ও শিয়ালদহের বিভাগীয় রেলওয়ে ম্যানেজাররা ইতিমধ্যেই শাখা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

শিয়ালদহ ডিভিশনে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি:

১. জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হচ্ছে। ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত জরুরি বিভাগে পর্যাপ্ত কর্মী মোতায়েন রাখা হচ্ছে।

২. রেললাইনের যে এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে সেখানে বেশি সংখ্যায় কর্মী মোতায়েন করা হচ্ছে। জরুরি পরিস্থিতির মোকাবিলায় সব জায়গায় পাম্প বসানো হবে।

আরও পড়ুন- Cyclone Remal Update: কাঁপানো শক্তিতে ধেয়ে আসছে ‘রেমাল’, ঘূর্ণিঝড়-শঙ্কায় তটস্থ বাংলা! তছনছ হবে কলকাতা?

৩. পরিষেবায় বিঘ্ন ঘটলে যাত্রীদের সুবিধার্থে সব স্টেশনে ঘন ঘন ঘোষণার বন্দোবস্ত থাকছে।

৪. প্রবল ঝড়ে প্ল্যাটফর্ম শেডের ক্ষতি হলে সম্ভাব্য জায়গাগুলিতে প্লাস্টিকের শিট প্রচুর পরিমাণে রাখা হচ্ছে।

হাওড়া ডিভিশনে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি:

১. কন্ট্রোল রুমগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেখানে পর্যাপ্ত সংখ্যায় কর্মী মোতায়েন করা হবে। ডিভিশনের আধিকারিকরা সবসময় পরিস্থিতির দিকে নজর রাখবেন।

২. যে এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে সেখানে পর্যাপ্ত সংখ্যায় কর্মী মোতায়েন রাখা হচ্চে। জমা জল পরিষ্কার করার জন্য পাম্পগুলি সব জায়গায় প্রস্তুত রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন- Lok Sabha Election 2024 Phase 6 Live Updates: ‘নাটক করছে হিরণ’, বিস্ফোরক অভিযোগে ঘাটাল তপ্ত করলেন দেব!

৩. ট্রেন চলার পরিস্থিতি সম্পর্কে যাত্রীদের সচেতন করার জন্য পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম ঘন ঘন ব্যবহার করা হবে।

৪. টাওয়ার ওয়াগন এবং ওভারহেড ওয়্যার রক্ষণাবেক্ষণ ক্রুদের কৌশলগত অবস্থানে প্রস্তুত রাখা হবে।

৫. বিভিন্ন স্থানে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে।

আরও পড়ুন- Kolkata Metro: ফাটাফাটি উদ্যোগ মেট্রোর! চিন্তার দিন শেষ, এবার বেশি রাতেও মিলবে ট্রেন, জানুন বিস্তারিত

৬. বড় স্টেশনগুলিতে ডিজেল জেনারেটর এবং জরুরি পাওয়ার ব্যাকআপ সিস্টেম সক্রিয় করা হবে।

৭. কোনও রোলিং এড়াতে সর্বোচ্চ সতর্কতার সাথে রেকগুলির স্ট্যাবলিং করা হবে।

Local Train Eastern Railway Howrah Cyclone Remal Sealdah
Advertisment