Advertisment

Cyclone Remal Update: ১০০-১১০ কিমি বেগে বইবে ঝড়! কবে উত্তাল হবে সমুদ্র, রইল ঘূর্ণিঝড় রেমালের আপডেট

Cyclone Remal Update: সমুদ্রের উপর দিয়ে বইবে ১০০ কিমি বেগে ঝড়। কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, তার কারণে উত্তাল হবে সমুদ্র। সপ্তাহ শেষে আবহাওয়ার পরিবর্তন নিয়ে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Remal Update West bengal Weather Forecast Remal Landfall Update

Cyclone Remal Update: প্রবল শক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল।

Cyclone Remal Update: সমুদ্রের উপর দিয়ে বইবে ১০০ কিমি বেগে ঝড়। কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, তার কারণে উত্তাল হবে সমুদ্র। সপ্তাহ শেষে আবহাওয়ার পরিবর্তন নিয়ে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল সেটা আরও উত্তর-পূর্বে সরেছে। এই মুহূর্তে সেটা পশ্চিম-মধ্য এবংদক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল হিসাবে অবস্থান করছে। সেটা আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে শুক্রবার সকালে নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আরও উত্তর-পূর্ব দিকে এগোতে এগোতে নিম্নচাপ ঘনীভূত হয়ে শনিবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় তৈরি হলে তা রবিবার সন্ধে নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়ার সম্ভাবনা। তবে নিম্নচাপের কারণে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনিবার ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন Digha Trip Advisory: উইকেন্ডে দিঘা ঘোরার প্ল্যান? এই দু’দিন বন্ধ থাকবে হোটেল বুকিং, যাওয়ার আগে জেনে নিন

এই জেলাগুলি ছাড়াও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, নদিয়া, হাওড়া এবং হুগলিতে। রবিবার এই জেলাগুলিতে হাওয়ার বেগ আরও বাড়তে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ঘণ্টায় ৫০ থেকে ৬০, শুক্রবার তার বেগ বেড়ে ৭দ কিমি পর্যন্ত হতে পারে। শনিবার সকালে উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড় বইতে পারে। রবিবার সেই ঝড়ের বেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি হতে পারে।

আরও পড়ুন Cyclone Remal Update: সাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, বাংলাতেই ল্যান্ডফলের প্রবল আশঙ্কা? একেবারে টাটকা আপডেট জানুন

Bay of Bengal Super Cyclone Cyclone Update Weather Forecast
Advertisment