Advertisment

Cyclone Remal: অসীম শক্তিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল! সতর্কতায় বেনজির সিদ্ধান্ত! স্তব্ধ কলকাতা বিমানবন্দর

Cyclone Remal News-Kolkata Airport: ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। রবিবার গভীর রাতে সুন্দরবন ও বাংলাদেশের খেপুপাড়া উপকূলের মধ্যবর্তী কোনও জায়গায় অসীম শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে ঝড় আসার আগে তার এফেক্ট শুরু পুরোদমে। রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট চোখে পড়ছে। ঘূর্ণিঝড় আতঙ্কের জেরে আগেভাগে সতর্ক কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Remal Update Kolkata airport to suspend flights for 21 hours

Cyclone Remal-Kolkata Airport: রেমাল আতঙ্কে বেনজির সিদ্ধান্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের।

Cyclone Remal Update: বঙ্গোপসাগরে শক্তি আরও বাড়িয়ে রাক্ষুসে মেজাজে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। চূড়ান্ত সতর্কতা দিকে-দিকে। বহু ট্রেন বাতিল করে দিয়েছে রেল। এবার ঘূর্ণিঝড় সতর্কতায় বেনজির সিদ্ধান্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষেরও।

Advertisment

একটানা ২১ ঘন্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্জর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলের এলাকাগুলিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বিবেচনা করে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- Cyclone Remal Update: রাক্ষুসে শক্তি নিয়ে ধেয়ে আসছে রেমাল! দিঘায় নজিরবিহীন তৎপরতা প্রশাসনের!

রবিবার ২৬ মে দুপুর ১২টা থেকে সোমবার ২৭ মে সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে সমস্ত বিমান ওঠা-নামা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে প্রবল ঝড় ও বৃষ্টির আশঙ্কার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক কথায় রেমাল আতঙ্কে প্রায় স্তব্ধ কলকাতা বিমানবন্দর।

আরও পড়ুন- Cyclone Remal News: বাংলা কাঁপিয়ে এগোচ্ছে রেমাল! এফেক্ট শুরু সকাল থেকেই, সতর্কতায় মোক্ষম সিদ্ধান্ত প্রশাসনের

বিমানবন্দর সূত্রের খবর, একটানা ২১ ঘন্টা বিমান ওঠা-নামা বন্ধের জেরে একধাক্কায় মোট ৩৯৪ টি বিমান বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩৪০টি বিমান ডোমেস্টিক এবং ৫৪ টি আন্তর্জাতিক বিমান রয়েছে।

আরও পড়ুন- Cyclone Remal: ধেয়ে আসছে রেমাল! হাওড়া-শিয়ালদহে রবি ও সোমে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, জানুন তালিকা

এদিকে, ঘূর্ণিঝড় রেমালের আতঙ্কে বহু লোকাল ট্রেনও বাতিল করেছে পূর্ব রেল। শনিবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। সেই সঙ্গে আজ রবি ও আগামিকাল সোমবারেও হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই তৎপরতা নিয়েছে পূর্ব রেল।

kolkata news flights Kolkata Airport Cyclone Remal Cyclone Remal Update
Advertisment