Advertisment

Cyclone Remal: ধেয়ে আসছে রেমাল! হাওড়া-শিয়ালদহে রবি ও সোমে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, জানুন তালিকা

Train Cancellation-Cyclone Remal: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার গভীর রাতে সুন্দরবন ও বাংলাদেশের খেপুপাড়া উপকূলের মধ্যবর্তী কোনও জায়গায় অসীম শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে ঝড় আসার আগে তার এফেক্ট শুরু পুরোদমে। রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট চোখে পড়ছে। ঘূর্ণিঝড় আতঙ্কের জেরে আগেভাগে সতর্ক রেল।

author-image
IE Bangla Web Desk
New Update
Moinapur Boro Gopinathpur line connection between Tarkeswar Bishnupur line to be completed soon

প্রতীকী ছবি।

Train Cancellation due to Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের জেরে বহু লোকাল ট্রেন বাতিল পূর্ব রেলে। শনিবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। সেই সঙ্গে আজ রবি ও আগামিকাল সোমবারেও হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই তৎপরতা নিয়েছে পূর্ব রেল।

Advertisment

২৫ মে হাওড়া ডিভিশনে কোন কোন ট্রেন বাতিল ছিল?

i) হাওড়া-ব্যান্ডেল শাখায় হাওড়া থেকে বাতিল আপ 37273, আপ 37275, আপ 37281, আপ 37285 এবং আপ 37291 লোকাল ট্রেন।

ii) বাতিল ব্যান্ডেল থেকে হাওড়াগামী ডাউন 37272, ডাউন 37276, ডাউন 37280, ডাউন 37286 এবং ডাউন 37288 লোকাল ট্রেন।

আরও পড়ুন- Cyclone Remal Update: কাঁপানো শক্তিতে ধেয়ে আসছে ‘রেমাল’, ঘূর্ণিঝড়-শঙ্কায় তটস্থ বাংলা! তছনছ হবে কলকাতা?

হাওড়া ডিভিশনে ২৬ মে রবিবার ট্রেন বাতিলের তালিকা:

i) হাওড়া থেকে ব্যান্ডেলগামী আপ 37211, আপ 37213, আপ 37215, আপ 37221, আপ 37229, আপ 37235, আপ 37239, আপ 37241, আপ 37241, আপ 372 লোকাল বাতিল থাকবে।

ii) ব্যান্ডেল থেকে হাওড়াগামী ডাউন 37212, ডাউন 37214, ডাউন 37218, ডাউন 37222, ডাউন 37226, ডাউন 37228, ডাউন 37232, ডাউন 37236, ডাউন D0422 লোকাল ট্রেন বাতিল থাকবে।

iii) হাওড়া-সিঙ্গুর-হাওড়া শাখায় রবিবার বাতিল থাকবে আপ 37303 লোকাল ট্রেন।

আরও পড়ুন- Cyclone Remal Update: ধেয়ে আসছে ‘রেমাল’! অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার! প্রবল দুর্যোগ কোন কোন জেলায়?

অন্যদিকে, ঘূর্ণিঝড় রেমালের আতঙ্কে শিয়ালদহ শাখাতেও একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখা এবং বারাসত-হাসনাবাদ শাখায় রবিবার রাত ১১টা থেকে সোমবার অর্থাৎ আগামী ২৭ মে সকাল ৬টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন- Cyclone Remal: ফিরবে আমফানে স্মৃতি? ভয়ঙ্কর তাণ্ডব দেখাবে রেমাল? আরও শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে প্রবল এই ঘুর্ণিঝড়

রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন বাতিলের তালিকা:

i) লক্ষ্মীকান্তপুর - নামখানা শাখায় বাতিল ডাউন 34914 ও আপ 34935

ii) শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর শাখায় বাতিল আপ 34757 ও ডাউন 34754

iii) শিয়ালদহ - বজবজ শাখায় বাতিল আপ 34165 ও ডাউন 34166

iv) শিয়ালদহ - ক্যানিং শাখায় বাতিল ডাউন 34554 ও আপ 34557

v) শিয়ালদহ - ডায়মন্ড হারবার শাখায় বাতিল ডাউন 34860 ও আপ 34859

আরও পড়ুন- Cyclone Remal Update: ‘রেমাল’ আতঙ্কে বুক কাঁপছে! ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট ‘ভয়াবহ’? ফাঁকা করা হল সমুদ্র সৈকত

সোমবার অর্থাৎ ২৭ মে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন বাতিলের তালিকা:

i) লক্ষ্মীকান্তপুর - নামখানা বিভাগে বাতিল: ডাউন 34914 ও আপ 34935, ডাউন 34916 আপ 34937, আপ 34981

ii) শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর শাখায় বাতিল: ডাউন 34712/আপ 34711 UP, ডাউন 34714/ আপ 34713, ডাউন 34716/আপ 34715, আপ 34717

iii) শিয়ালদহ - ডায়মন্ড হারবার শাখায় বাতিল: ডাউন 34812/আপ 34811, ডাউন 34814/আপ 34813, ডাউন 34816/আপ 34815

আরও পড়ুন- Cyclone Remal-Eastern Railway: ধেয়ে আসছে ‘রেমাল’, যাত্রী-স্বার্থে দুরন্ত বন্দোবস্ত রেলের! এখবর আগে পড়ুন

iv) শিয়ালদহ - ক্যানিং শাখায় বাতিল: ডাউন 34352/আপ 34351, ডাউন 34354/আপ 34513

v) শিয়ালদহ - সোনারপুর সেকশনে বাতিল: ডাউন 34412/আপ 34411

vi) শিয়ালদহ - বজবজ শাখায় বাতিল : ডাউন 34112/ আপ 34111, ডাউন 34114 / আপ 34113

vii) শিয়ালদহ - বারুইপুর শাখায় বাতিল: ডাউন 34612/ আপ 34611

viii) শিয়ালদহ/বারাসাত - হাসনাবাদ শাখায় বাতিল: আপ 33511/ডাউন 33512, আপ 33311/ডাউন 33514, আপ 33313/ডাউন 33312

West Bengal Train Cancel indian railway Local Train Howrah Cyclone Remal Sealdah
Advertisment