Train Cancellation-Cyclone Remal: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার গভীর রাতে সুন্দরবন ও বাংলাদেশের খেপুপাড়া উপকূলের মধ্যবর্তী কোনও জায়গায় অসীম শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে ঝড় আসার আগে তার এফেক্ট শুরু পুরোদমে। রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট চোখে পড়ছে। ঘূর্ণিঝড় আতঙ্কের জেরে আগেভাগে সতর্ক রেল।
Train Cancellation due to Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের জেরে বহু লোকাল ট্রেন বাতিল পূর্ব রেলে। শনিবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। সেই সঙ্গে আজ রবি ও আগামিকাল সোমবারেও হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই তৎপরতা নিয়েছে পূর্ব রেল।
Advertisment
২৫ মে হাওড়া ডিভিশনে কোন কোন ট্রেন বাতিল ছিল?
i) হাওড়া-ব্যান্ডেল শাখায় হাওড়া থেকে বাতিল আপ 37273, আপ 37275, আপ 37281, আপ 37285 এবং আপ 37291 লোকাল ট্রেন।
ii) বাতিল ব্যান্ডেল থেকে হাওড়াগামী ডাউন 37272, ডাউন 37276, ডাউন 37280, ডাউন 37286 এবং ডাউন 37288 লোকাল ট্রেন।
অন্যদিকে, ঘূর্ণিঝড় রেমালের আতঙ্কে শিয়ালদহ শাখাতেও একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখা এবং বারাসত-হাসনাবাদ শাখায় রবিবার রাত ১১টা থেকে সোমবার অর্থাৎ আগামী ২৭ মে সকাল ৬টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।