Cyclone Remal-Digha: ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে শনিবার রাত থেকেই। উত্তাল হয়েছে নদী ও সমুদ্র। চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। রবিবার সকাল থেকে দিঘা-সহ জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং।
ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। তার আগাম সতর্কবার্তা হিসেবে দিঘায় প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং। শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি। এমনই আশঙ্কা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় লাল সতর্কবার্তা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কবার্তা জারি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসাবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দিঘা থানার পুলিশ দিঘায় মাইকিং করা শুরু করেছে।
২৫ মে শনিবার বিকেলের পর সন্ধ্যে থেকে দিঘা জুড়ে মাইকিং করে সতর্কবার্তা জারি করছে দিঘা থানা ও দিঘা কোস্টাল থানার পুলিশ। দিঘায় মাইকিং করে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার এবং দিঘায় আসা পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। ঘূর্ণিঝড় এখনও বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি বাড়াচ্ছে।
আরও পড়ুন- Cyclone Remal: রেমাল-আতঙ্ক! হাওড়া-শিয়ালদহে রবি ও সোমে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল, জানুন তালিকা
রবিবার মাঝরাতে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের মধ্যবর্তী কোনও উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Premium: বাংলায় তাণ্ডব চালাবে Remal! ঘূর্ণিঝড় কতরকম হয়, কীভাবে তৈরি হয় সমুদ্রে?
অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কবার্তা পাঠিয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে নবান্ন।