/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cyclone_3279eb.jpg)
Cyclone Remal Update: রেমাল আশঙ্কায় কঠিন সিদ্ধান্ত প্রশাসনের।
Cyclone Remal: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। মারাত্মক শক্তি নিয়ে বাংলার উপকূলের দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। রবিবার ভোররাত থেকেই রেমালের প্রভাব পড়তে শুরু করেছে জেলায়-জেলায়।
বেলা যত গড়াবে দুর্যোগও ততই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রেমালের আশঙ্কায় এবার কাকদ্বীপ, সাগর, ডায়মন্ড হারবার-সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূলের বিভিন্ন জায়গায় নোটিশ দিয়ে ভেসেল পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন।
আরও পড়ুন- Cyclone Remal: রেমাল-আতঙ্ক! হাওড়া-শিয়ালদহে রবি ও সোমে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল, জানুন তালিকা
রবিবার সকাল থেকেই সাগর, নামখানা, বকখালি-সহ বিভিন্ন জায়গার আকাশের মুখ বেশ ভার। ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। কোথাও ঝিরিঝিরি বৃষ্টি তো কোথাও আবার গুমোট গরম বাতাস বয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় সর্বত্র।
ডায়মন্ড হারবার, কাকদ্বীপ আট নম্বর লট, কচুবেড়িয়ায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। সাগরদ্বীপে রবিবার সকাল পর্যন্ত ফেরি সার্ভিস স্বাভাবিক থাকলেও তাও দ্রুত বন্ধ করে দেওয়া হতে পারে। আবহাওয়া আর একটু খারাপ হলেই বন্ধ করে দেওয়া হবে ফেরি সার্ভিস, নোটিশ দিয়ে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।