/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/remal.jpg)
Cyclone Remal Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল।
Cyclone Remal Update: সাগরের বুকে ফুঁসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। সময় যত এগোচ্ছে শক্তি ততই বাড়ছে এই ঘূর্ণিঝড়ের। শনিবার রাতেই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে প্রবল শক্তিধর ঘূর্ণিঝড় রেমাল। পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসছে রেমাল। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়টির উপর গভীর পর্যবেক্ষণে আবহাওয়াবিদদের ধারণা, রবিবার মাঝরাতে অসীম শক্তি নিয়ে এই ঘূর্ণিঝড় সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে উপকূলবর্তী কোনও জায়গায় আছড়ে পড়তে পারে। তবে রেমাল আসার আগেই তার প্রভাব শুরু বাংলার জেলায়-জেলায়।
ভোররাত থেকেই বৃষ্টি শুরু একাধিক জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় চলছে বৃষ্টি। বেলা গড়ালে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে রেমাল। মৌসম ভবন জানিয়েছে, রবিবার সকালের মধ্যেই সেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
আরও পড়ুন- Cyclone Remal: রেমাল-আতঙ্ক! হাওড়া-শিয়ালদহে রবি ও সোমে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল, জানুন তালিকা
রবিবার বেলা যত বাড়বে দুর্যোগও ততই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
অন্যদিকে, রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলাতেও প্রবল বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার রাতে সাগরদ্বীপ থেকে ঘূর্ণিঝড়টি ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করেছে।