/indian-express-bangla/media/media_files/2025/10/05/cyclone-shakti-2025-10-05-08-39-45.jpg)
'তুফানি তাণ্ডবের' আশঙ্কা, জারি হাই অ্যালার্ট
Cyclone Shakti: বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘শক্তি’ (Cyclone Shakti) আরব সাগরে সৃষ্টি হয়ে ক্রমে প্রবল আকার ধারণ করছে। শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে মহারাষ্ট্র উপকূলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মুম্বই, রত্নাগিরি, রায়গড়, থানে, সিন্ধুদুর্গ ও পালঘর জেলায় ৭ অক্টোবর পর্যন্ত হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে।
IMD জানিয়েছে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১০০ কিমি বেগে অগ্রসর হচ্ছে এবং শনিবার থেকে এর গতি আরও বেড়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ৬ অক্টোবর সোমবার সকাল থেকে ‘শক্তি’ ধীরে ধীরে দুর্বল হবে। তার আগে এটি রবিবার পর্যন্ত পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে পৌঁছাবে।
উত্তর মহারাষ্ট্র উপকূলে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ৫ অক্টোবর পর্যন্ত উত্তর মহারাষ্ট্র উপকূলে ঘণ্টায় ৪৫–৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে, দমকা হাওয়া পৌঁছতে পারে ৬৫ কিমি পর্যন্ত। ঘূর্ণিঝড়ের তীব্রতার উপর নির্ভর করে এই গতিবেগ আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আইএমডি ও বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, গুজরাত ও মহারাষ্ট্র উপকূল রবিবার পর্যন্ত উত্তাল থাকবে । আবহাওয়া দফতর জেলেদের মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্য আরব সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
‘শক্তি’ নাম রাখল কে?
ঘূর্ণিঝড় ‘শক্তি’-র নামকরণ করেছে শ্রীলঙ্কা। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) ও রাষ্ট্র সংঘের অধীনস্থ এশীয় দেশগুলির প্যানেল — ESCAP Panel — যৌথভাবে এই নাম নির্ধারণ করে। এই প্যানেলে মোট ১৩টি দেশ রয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালদ্বীপ, থাইল্যান্ড, ইরান, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরশাহী। আগে ঘূর্ণিঝড়ের নাম মনে রাখা কঠিন ছিল, তাই সহজে শনাক্ত করার জন্য নামকরণের এই প্রথা চালু হয়।
আরব সাগরের উপর তৈরি ঘূর্ণিঝড় ‘শক্তি’ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। IMD জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আপাতত মহারাষ্ট্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। মুম্বই, থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি ও সিন্ধুদুর্গ জেলায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় ৪৫–৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ৬৫ কিমি পর্যন্ত।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ৮ অক্টোবর পর্যন্ত মুম্বই ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। থানে ও রায়গড়েও একই পরিস্থিতি থাকতে পারে, তবে পালঘর জেলায় ৮ অক্টোবর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রশাসন ও বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তর ভারতের আবহাওয়াতেও প্রভাব
ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে দিল্লি, বিহার, হিমাচল প্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর বিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দিল্লিতে রবিবার থেকে ৭ অক্টোবর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারের জন্য জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট।
পরবর্তী গন্তব্য কোথায়?
আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি আগামী ৫ অক্টোবর সন্ধ্যার মধ্যে উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে পৌঁছাবে। এরপর ৬ অক্টোবর থেকে পূর্বমুখে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
চলতি মরসুমের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে উঠে আসা ‘শক্তি’-র গতিবিধি ঘিরে নজর রাখছে আবহাওয়া দফতর ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। উপকূলবর্তী রাজ্যগুলিতে সতর্কতা জারি রাখা হয়েছে।
আরও পড়ুন- গভীর রাতে তীব্র কম্পন, শক্তিশালী ভূমিকম্পে চূড়ান্ত আতঙ্ক, ঘরছাড়া মানুষজন