/indian-express-bangla/media/media_files/2025/02/25/I0qb4ENQlmS8hLebUCJj.jpg)
গভীর রাতে তীব্র কম্পন
Earthquake In Japan: শনিবার গভীর রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দেশের পূর্ব উপকূলে শনিবার গভীর প্রবল কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হনসু অঞ্চলের উপকূলবর্তী এলাকা, যেটি রাজধানী টোকিওর উত্তর-পূর্ব দিকে প্রায় ২৫৮ কিলোমিটার দূরে অবস্থিত। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এবং ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ৫০ কিলোমিটার গভীরে, যেখানে টেকটোনিক প্লেটগুলির মধ্যে আকস্মিক ঘর্ষণ ও সরে যাওয়ার ফলে প্রবল কম্পন সৃষ্টি হয়।
ভূমিকম্পের ফলে উপকূলবর্তী অঞ্চলের বিভিন্ন স্থানে ভবনগুলিতে ফাটল দেখা দিয়েছে, কিছু বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলবর্তী এলাকাগুলো খালি করা হয়েছে, সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে সুনামির সতর্কতা। যদিও পরবর্তীতে সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
EQ of M: 6.0, On: 04/10/2025 20:51:09 IST, Lat: 37.45 N, Long: 141.52 E, Depth: 50 Km, Location: Near East Coast of Honshu, Japan.
— National Center for Seismology (@NCS_Earthquake) October 4, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0@DrJitendraSingh@OfficeOfDrJS@Ravi_MoES@Dr_Mishra1966pic.twitter.com/tYInT4jlwY
জাপান ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার'-এর অন্তর্গত, যা বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। সাধারণত ৩ মাত্রার নিচে কম্পন হলে সাধারণ ভাবে ক্ষয়ক্ষতির কোন সম্ভাবনা তেমন ভাবে থাকে না, কিন্তু ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্প বিশেষভাবে উদ্বেগজনক বলে ধরা হয়। উল্লেখ্য, ২০২৪ সালে ১ জানুয়ারি জাপানের ইশিকাওয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প। যাতে মৃত্যু হয় বহু মানুষের। সংবাদ সংস্থা রয়টার্স বলছে, গত ৩০ বছরে একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। এতে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ। ক্ষয়ক্ষতি হয়েছে কোটি কোটি মূল্যের সম্পত্তির।
আরও পড়ুন- অতীত ছাপিয়ে রেকর্ড সাফল্যে নয়া নজির, নয়া ইতিহাস গড়ে চমকে দিল কলকাতা মেট্রো