Advertisment

শিক্ষকের বেতন ও বিধানসভার ভাতা দুইই তোলেন তৃণমূল বিধায়ক? অভিযোগে চর্চা তুঙ্গে

ডিএ আন্দোলনকারীদের নয়া অভিযোগ ঘিরে তুমুল চর্চা।

author-image
Nilotpal Sil
New Update
da protestor alleged nisith malik withdraw teachers salary and mla aid both

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

বিধায়ক ভাতা ও শিক্ষকের বেতন দুটোই নেন নিশীথ মালিক, এমনই অভিযোগ ডিএ আন্দোলনকারীদের। একটি 'স্টেটমেন্ট' দেখিয়ে বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা। যদিও ডিএ আন্দোলনকারীদের তোলা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।

Advertisment

এবার ডিএ আন্দোলনকরীদের নিশানায় বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। আন্দোলনকারীদের অভিযোগ, যে দিনগুলিতে বিধানসভা খোলা থাকে সেই দিনগুলি বাদ দিয়ে বাকি মাসের বেতন উনি তোলেন। রিটার্নের একটি 'কপি' দেখিয়ে এমনই দাবি তাঁদের। যদিও সেই কপির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

আরও পড়ুন- আবারও উত্তপ্ত শিবপুর, পুলিশি বাধায় রেগে ‘আগুন’ সুকান্ত, তুমুল তর্কাতর্কি

এদিন ডিএ আন্দোলনকারীদের তরফে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, 'জানুয়ারি মাসের বেতন বাবদ ৩৩,৩৬৭ টাকা ওঁর অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। ফ্রেব্রুয়ারি মাসের বেতন হিসেবে ৪৯.৩০০ টাকা ঢুকেছে। রাজ্যের কোষাগার থেকে লুঠ হচ্ছে। তার প্রতিকার প্রয়োজন।'

আরও পড়ুন- খুনের পর গাড়ি ফেলে ট্রেনে চম্পট আততায়ীদের? রাজু খুনে হাড়-হিম তথ্য প্রকাশ্যে!

যদিও ডিএ আন্দোলনকারীদের এই অভিযোগ অস্বীকার করেছেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, 'এটা একদম মিথ্যা কথা। ওরা জানে না। যখন বিধানসভা চলে ও স্ট্যান্ডিং কমিটির মিটিং চলে তখন আমরা ভাতা নিই না। না জেনেই এসব কথা বলছে ওরা। ওদের এই অভিযোগের কোনও ভিত্তি নেই।'

আরও পড়ুন- পাহাড় ঢালের এগাঁয়ে স্বপ্ন বিক্রি হয়! রূপসী এই প্রান্তর যেন ফ্রেমবন্দী ছবি!

Da Protestors East Burdwan TMC MLA West Bengal
Advertisment