Advertisment

কলকাতা পুলিশে ফিরলেন দময়ন্তী সেন, সোমবার যোগ দেবেন কাজে

সোমবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে রাজ্য পুলিশের আইজি (প্রশাসন) দময়ন্তী এবার কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) নিযুক্ত হচ্ছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Damayanti Sen

আইপিএসদময়ন্তী সেন,

পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে তদন্তের সাফল্যের পর কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে বদলি করে দেওয়া হয় তাঁকে। এবার সাত বছর পর কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে ফিরলেন আইপিএস দময়ন্তী সেন। সোমবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে রাজ্য পুলিশের আইজি (প্রশাসন) দময়ন্তী এবার কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) নিযুক্ত হচ্ছেন। বর্তমানে অতিরিক্ত সিপি (৩) পদে রয়েছেন সুপ্রতিম সরকার, যিনি এবার অতিরিক্ত সিপি (৪) হচ্ছেন। আগামী সোমবার দময়ন্তী দায়িত্বভার গ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে।

Advertisment

আরও পড়ুন: সাত বছর কোথায় ছিলেন দময়ন্তী সেন?

উল্লেখ্য, পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের তদন্তে তাঁর ভূমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন দময়ন্তী, তবে মনে করা হয়, শাসকদলের সঙ্গে মনোমালিন্যের জেরেই ২০১২ সালে বদলি হতে হয় তাঁকে। এর আগে কলকাতা পুলিশের প্রথম মহিলা গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত হন দময়ন্তী।

damayanti sen kolkata police বদলির নির্দেশ

আরও পড়ুন: ‘মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন, ৮ কোটি টাকা চুরির দায়ে’, বিস্ফোরক মুকুল রায়

অন্যদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী কলকাতা পুলিশের পাশাপাশি এবার রাজ্য পুলিশের জন্যে আলাদা করে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গঠন করল রাজ্য সরকার। সোমবার জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, জাল নোটের কারবার, মাদকদ্রব্য ও বেআইনি অস্ত্র পাচার, সন্ত্রাসী কার্যকলাপ, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, ইত্যাদি রুখতেই এই টাস্ক ফোর্স গঠন করা হলো। রাজ্যের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সীমান্ত এলাকাগুলিতে বিশেষভাবে সক্রিয় থাকবে এই ফোর্স। মোট ৩৮৪ সদস্যের এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকছেন একজন অতিরিক্ত ডিরেক্টর জেনারেল, যাঁর সহায়তা করবেন একজন আইজি, একজন ডিআইজি, এবং চারজন এসপি।

আরও পড়ুন: সংরক্ষণ প্রথা বজায় রাখতে চাইছে আরএসএস

রাজ্য পুলিশের নতুন এসটিএফ-এর সদর দফতর থাকছে কলকাতাতেই। এছাড়াও পাঁচজন ডেপুটি এসপি-র অধীনে পাঁচটি দফতর থাকবে কলকাতা, শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, এবং খড়্গপুরে। পৃথক একটি নির্দেশিকায় ঘোষণা করা হয়েছে, রাজ্য পুলিশ এসটিএফ-এর প্রথম প্রধান নিযুক্ত হলেন অজয় নন্দ, যিনি বর্তমানে দার্জিলিংয়ের আইজিপি। ডিআইজি পদে আসছেন বর্তমানে ডিআইজি সিআইডি (অপারেশনস) পদে কর্মরত নিশাত পারভেজ।

Advertisment