Advertisment

Offbeat North Bengal: পাহাড় ঢালের এক চিলতে গ্রাম! ভুবনভোলানো প্রাকৃতিক পরিবেশে মনের আরাম,প্রাণের স্বস্তি!

Travel: উত্তরবঙ্গে এমন অনেক জায়গা রয়েছে যেখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য ঘোল খাওয়াবে দেশ তথা বিশ্বের তাবড় পর্যটন কেন্দ্রকে। সেখানকার মন্ত্রমুগ্ধকর পরিবেশ হৃদয় জুড়োবে। ইদানিং বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনেকেই ভিড়ভাট্টা এড়িয়ে যেতে চান। ভ্রমণপিপাসুদের সেই অংশটির জন্যই রইল বিশেষ এই প্রতিবেদন। উত্তরবঙ্গের নজরকাড়া অফবিট ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে এই জায়গাটি অন্যতম। গত কয়েকবছরে এই এলাকার জনপ্রিয়তা বেশ বেড়েছে। এখানকার অপূর্ব হোম স্টে-গুলিতে কাটিয়ে যেতে পারেন দিন কয়েক। অনিন্দ্যসুন্দর এক অভিজ্ঞতা হবে।

author-image
Nilotpal Sil
New Update
Darjeeling rangaroon village may be a perfect tourist destination

Travel: পাহাড়ি এই এলাকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য ভাষায় বর্ণনা কঠিন।

Travel: একটু সুযোগ পেলে বেড়াতে যেতে চান না এমন বাঙালির হদিশ পাওয়াই দুষ্কর। ভ্রমণপ্রিয় বাঙালির একাংশ সমুদ্রে পাগল, তেমনই অন্য অংশের পছন্দ পাহাড়। বিশেষ এই প্রতিবেদনটি পাহাড়প্রেমী বাঙালিদের জন্যই। কথায় বলে উত্তরবঙ্গের এমন অনেক পর্যটন কেন্দ্র আছে যা বলে বলে টক্কর দিতে পারে বিশ্বের যে কোনও প্রান্তের নজরকাড়া ট্যুরিস্ট স্পটগুলির সঙ্গে। এই প্রতিবেদনেও তেমনই অসাধারণ একটি জায়গার খোঁজ মিলবে। শুধু কর্মক্ষেত্র থেকে দিন কয়েকের ছুটি ম্যানেজ করে নিন। অল্প খরচে পরিবার ও বন্ধুদের নিয়ে বেড়ানোর ক্ষেত্রে এই জায়গার জুড়ি মেলা ভার।

Advertisment

দার্জিলিং থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে রয়েছে পাহাড় ঘেরা গ্রাম রঙ্গারুন। ছোট্ট এই পাহাড়ি জনপদ যেন ঘুমিয়ে আছে। এই এলাকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্য মুহূর্তে আপনার যাবতীয় স্ট্রেস ভুলিয়ে দিতে পারে। আপনজনদের সঙ্গী করে আপনিও এখানকার অনিন্দ্যসুন্দর পরিবেশে মুগ্ধ হয়ে যাবেন। পাহাড় ঢালে এখানেই রয়েছে রঙ্গারুন টি এস্টেট। বলা বাহুল্য এই টি এস্টেটকে কেন্দ্র করেই রঙ্গারুন পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আরও পড়ুন- পাহাড়-ঢালে সবুজ গ্রামের বুক বেয়ে বয় নদী, উত্তরবঙ্গের এতল্লাট এককথায় অসাধারণ!

অনেকেই পাহাড় কোলের এই গ্রামকে 'মেঘের দেশ' বলে ডাকেন। ভূপৃষ্ঠ থেকে এই গ্রামটির উচ্চতা প্রায় ৬ হাজার ফুট। পাহাড়ের ঢালে এখানে বহু দিন আগে থেকেই চা চাষ হয়। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে রংডং নদী। মন চাইলে এক আধ বার নদীর জলে পা ভেজাতেই পারেন। পাহাড় কোলের এই গ্রাম থেকেই দেখা মিলবে সুন্দরী কাঞ্চনজঙ্ঘারও। চোখ মেললেই মায়াবী কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য্য আপনাকে মোহিত করে তুলবে।

আরও পড়ুন- ভুলে যাবেন দীঘা-পুরী! বাংলার এই সমুদ্রতটের শোভা লজ্জায় ফেলবে অতীব সুন্দরী রমণীকেও

কীভাবে যাবেন রঙ্গারুন গ্রামে?

কলকাতার দিক থেকে গেলে ট্রেনে বা বাসে গেলে নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে পৌঁছে যেতে হবে। সেখান থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন। সেই গাড়িই আপনাকে পৌঁছে দেবে দার্জিলিঙের কাছে রঙ্গারুন গ্রামে।

আরও পড়ুন- বাংলার এপ্রান্তের পরতে-পরতে লুকিয়ে ইতিহাস, রহস্যে ঘেরা নানা কাহিনী আজও চর্চায়!

এখানে থাকার বন্দোবস্ত কী?

থাকার জন্য এখানে একাধিক হোম স্টে রয়েছে। সেগুলিতে থাকা-খাওয়ার খরচও নাগালের মধ্যেই। জনপ্রতি ১ হাজার থেকে ১২০০ টাকা পড়তে পারে। ভিড় এড়াতে অনেকেই এখন কোলাহলহীন এই জায়গাটিকে বেছে নিচ্ছেন। তাই আগে থেকে হোম স্টে বুক করে যাওয়াই ভালো।

Tourist Spot north bengal tourism darjeeling Rangaroon
Advertisment