/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/Srikhola.jpg)
দিন কয়েকের ছুটি নিয়ে বাংলারই অপূর্ব এই এলাকা থেকে বেড়িয়ে আসুন।
রোজকার ব্যস্ত জীবন থেকে দিন কয়েকের অবসর চান প্রত্যেকেই। কাছে হোক বা দূরে, সুযোগ পেলে বেড়াতে যেতে ভালোবাসেন না এমন মানুষের খোঁজ পাওয়া বেশ দুষ্কর। বিশেষ করে বাঙালিদের সঙ্গে বেড়ানোটা যেন আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে থাকে। তবে শুধু বেড়ালেই তো হল না বেড়ানোটা বেশ মনে রাখার মতোও তো হওয়া চাই! ইদানিং অনেকেই ভিড়ভাট্টা এড়িয়ে একটু অফবিট স্পটের খোঁজ করেন। ফি দিনের ব্যস্ততা এড়িয়ে দিন কয়েকের আরাম নিতে তাই ঘুরে আসতে পারেন বাংলারই অসাধারণ একটি অফবিট স্পট থেকে। পাহাড়ের রানি দার্জিলিঙের খুব কাছেই রয়েছে এই জায়গাটি।
নাম তার শ্রীখোলা। ছবির মতো সুন্দর পাহাড়ি নির্জন গ্রামে ঘুম খেকে উঠেই দেখবেন দু'ধার জুড়ে রয়েছে রঙবেরঙের ফুলের সারি। অল্প কয়েকদিনের ছুটিতে পাহাড়ে ঘেরা সবুজ সবুজ এই ছোট্ট জনপদে একবার ঢুঁ মেরে আসতেই পারেন। এখানকার পরিবেশে অসাধারণ এক মাদকতা আছে। নিরিবিলি নির্জন প্রান্তে অদ্ভুত এক স্বস্তি লুকিয়ে।
সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের অন্তর্গত এই শ্রীখোলা গ্রামটি সান্দাকফু ফালুট ট্রেক রুটেই পড়ে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য এককথায় অসাধারণ। চারপাশে পাহাড় আর মাঝখান দিয়ে কুল কুল শব্দে বয়ে চলা নদী আর পাখিদের কিচিরমিচির গোটা এলাকাটিকে যেন আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে। ইঁদুর দৌড়ের জীবন থেকে দিন কয়েকের আরাম নিতে হলে উত্তরবঙ্গের এই এলাকা একেবারে পারফেক্ট চয়েজ।
আরও পড়ুন- রূপের ডালি সাজিয়ে স্বাগত জানায় প্রকৃতি! বাংলার অনিন্দ্যসুন্দর এই পাহাড়ি গ্রাম এককথায় অনবদ্য!
কীভাবে যাবেন শ্রীখোলা গ্রামে?
দার্জিলিং শহর থেকে এই শ্রীখোলা গ্রামটির দূরত্ব মেরেকেটে ৮৭ কিলোমিটারের মতো। নিউ জলপাইগুড়ি বা এনজেপি থেকে গাড়ি ভাড়া করে নিয়ে ঘুম, রিম্বিক হয়ে পৌঁছে যাওয়া যায় এই শ্রীখোলা গ্রামে। এছাড়াও বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকেও গাড়ি ভাড়া করে নিয়ে পৌঁছনো যাবে শ্রীখোলায়।
শ্রীখোলায় কোথায় থাকবেন?
পাহাড়ের কোলে অসাধারণ কিছু মুহূর্তকে সাক্ষী রেখে কাটিয়ে আসতেই পারেন কয়েকটি দিন। থাকার জন্য এখানে সুদৃশ্য একাধিক হোম স্টে পেয়ে যাবেন। সেগুলিতে থাকা-খাওয়ার খরচও নাগালের মধ্যেই। স্থানীয়রাই হোম স্টেগুলি পরিচালনা করেন। শ্রীখোলার কয়েকটি হোম স্টের নাম ও ফোন নম্বর নীচে দেওয়া হল।
আরও পড়ুন- সবুজ পাহাড়ে ঘেরা এক চিলতে গ্রাম, হদয় জুড়নো মায়াবী পরিবেশে যেন স্বর্গসুখ!
Srikhola Pankarma Home Stay +91 89727 27651
Srikhola lippohongchha Homestay +91 89728 59231
Hotel Shovraj - 9933488243/ 9932216197/ 9832375546