/indian-express-bangla/media/media_files/2025/09/24/kolkata-heavy-rainfall-floods-10-dead-durga-puja-kolkata-airport-kolkata-mamata-banerjee-imd-weather-forecast-for-puja-2025-09-24-11-48-59.jpg)
প্রকৃতির ভয়ঙ্কর রুদ্ররূপ
মহাষ্টমী ও নবমীর আনন্দমুখর পরিবেশ কাটিয়ে বিজয়া দশমীর সকালেই মেঘলা আকাশ আর টানা বৃষ্টিতে ভিজল শহর। আবহাওয়া দফতর (IMD) সতর্কবার্তায় জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে প্রতিমা নিরঞ্জনে বড়সড় প্রভাব পড়তে পারে।
আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বিজয়া দশমীর দিন সারাদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত ও সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ সংলগ্ন জেলাগুলিতেও একই পরিস্থিতি দেখা দিতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃষ্টির জেরে নীচু এলাকায় জল জমা, যানবাহন চলাচলে বিঘ্ন, প্যান্ডেলের ক্ষতি এবং দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিমা নিরঞ্জন উপলক্ষ্যে আজ ও আগামীকাল গঙ্গার ঘাটগুলিতে ভিড় জমাবে হাজার হাজার হাজার সাধারণ মানুষ। কিন্তু টানা বৃষ্টিতে ভোগান্তি বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে ইতিমধ্যেই গঙ্গার ঘাটগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ওড়িশা-আন্ধ্র উপকূল অতিক্রমের পর দুর্বল হলেও শুক্রবার ও শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে। নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us