/indian-express-bangla/media/media_files/2024/11/02/XYUKv4o3MBEIJTyxQlmj.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Deabody of bodyguard of Kolkata City Sessions Court judge was recovered: খাস কলকাতায় এক বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে কলকাতার নগর দায়রা আদালত চত্বরে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর মাথায় গুলি লেগেছিল। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন, নাকি থেকে খুন করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন আদালত ভবনের নিচের তলায় চেয়ারে বসা অবস্থায় ওই ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম গোপাল নাথ। নগর দায়রা আদালতের বিচারকের দেহরক্ষী তিনি।
বুধবার সকাল ৭ টা নাগাদ আদালত ভবনের নিচের তলায় চেয়ারে বসা অবস্থায় গোপাল নাথের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। এদিকে এই ঘটনার পরেই হেয়র স্ট্রিট থানার পুলিশ তদন্তে পৌঁছোয়। লালবাজারের গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত করছে, আনা হয় ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদেরও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন।
তাঁর দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল। সেটি তাঁরই সার্ভিস রিভলবার বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছেন পুলিশ। তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো যাবে না বলেই তাঁরা জানিয়েছেন।