Advertisment

Bengal Global Business Summit: আজ শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, লগ্নির সুনামি আনতে চেষ্টায় খামতি নেই মুখ্যমন্ত্রীর

Bengal Global Business Summit (BGBS): বুধবার থেকে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। মোট ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি অংশ নেবেন এবারের শিল্প সম্মেলনে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Global Business Summit 2025, Business Summit,Mamata Banerjee, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

Bengal Global Business Summit 2025: আজ থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এক্সপ্রেস ফটো।

Bengal Global Business Summit (BGBS) 2025: আজ থেকে কলকাতার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। নিউ টাউনে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন চলবে দু'দিন ধরে। এবারের শিল্প বাণিজ্য সম্মেলনে মোট ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি সহ ৫ হাজার জন বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন। রাজ্য তথা দেশের তাবড় শিল্পপতিতেদর পাশাপাশি বিদেশ থেকেও নামী দামী শিল্পপতিরা অংশ নেবেন এই শিল্প সম্মেলনে।

Advertisment

বুধবার দুপুর দুটোয় নিউটনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন। এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ৪০টি দেশ অংশ নিচ্ছে। তার মধ্যে ২০ পার্টনার কান্ট্রি রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের তাবড় শিল্পপতিরা অংশ নেবেন এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। বাংলার শিল্পপতিদের পাশাপাশি মুকেশ আম্বানি, গৌতম আদানি, সজ্জন জিন্দলদের মতো শিল্পপতিদের এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি 'ইভেন্ট' বলে মনে করছে রাজনৈতিক মহল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও এই সম্মেলনে উপস্থিত থাকতে পারেন। তবে রাজ্যের বিশ্ব বাণিজ্য সম্মেলনকে আবারও তুমুল কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু। 

আরও পড়ুন- West Bengal News Live: আজ শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, 'বাৎসরিক উৎসব' বলে কটাক্ষ শুভেন্দুর

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে শুভেন্দু অধিকারী বলেছেন, "একটা বাৎসরিক উৎসব হয়, একটা কোম্পানিকে কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য। প্রায় ৫০ কোটি টাকা সরকার খরচ করে একটা কোম্পানিকে পাইয়ে দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ লোক আছেন, তাঁকে টেন্ডার না করেই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়া হয়। ৫০ কোটি টাকা বরাদ্দ হয়। এখনও পর্যন্ত যে ক'টা BGBS হয়েছে, তাতে ১৪-১৫ লক্ষ কোটি টাকার চুক্তি হয়েছে। ১৪-১৫ টাকাও লগ্নি হয়েছে কোথাও? উল্টোদিকে ২০২১ সালের পর একাধিক সংস্থা, জুটমিল, কারখানা বন্ধ হয়েছে।"

আরও পড়ুন- Rachana Banerjee: মহাকুম্ভে একেবারে সন্ন্যাসিনীর বেশে রচনা, পুণ্যস্নান সেরে যোগী সরকারের ভূয়সী প্রশংসা

Bengal Global Business Summit CM Mamata banerjee BGBS 2025 BGBS
Advertisment