/indian-express-bangla/media/media_files/2025/05/30/kXYh2YQgYMqZZ6BazELA.jpg)
সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ!
Firecracker Factory Blast: সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত্যু কমপক্ষে ৫ জনের। আহতের সংখ্যা তিনডজনের বেশি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।
ভারত-পাকিস্তান উত্তেজনা আবহে ফের একাধিক রাজ্যে মক ড্রিল! ফের জোরালো সংঘাতের বিরাট ইঙ্গিত?
পাঞ্জাবের শ্রী মুক্তসর সাহিবে একটি আতশবাজি কারখানায় ভোররাতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই প্রশাসন সূত্রে খবর। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও দমকলের বিরাট বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের সময় কারখানায় প্রায় ৪০ জন শ্রমিক ছিলেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলেও স্থানীয় সূত্রে দাবি। যাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে বাথিন্ডার এইমসে ভর্তি করা হয়েছে।
STORY | 5 killed, several injured in firecracker factory blast in Punjab's Sri Muktsar Sahib
— Press Trust of India (@PTI_News) May 30, 2025
READ: https://t.co/05zLd51bJPpic.twitter.com/v2ZB6Vumc6
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের আগে আতশবাজি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। এর পরেই বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার একাংশ পুরোপুরি ধসে পড়ে। পুলিশ, দমকল এবং উদ্ধারকর্মীদের তৎপরতায় চলছে উদ্ধার কাজ। পাশাপাশি স্থানীয় মানুষজনও উদ্ধার কাজে সহযোগিতা করছেন। স্থানীয় ডিএসপি জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকে কারখানার মালিক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।