/indian-express-bangla/media/media_files/2025/08/20/rekhas-2025-08-20-10-44-39.jpg)
Delhi cm slapped: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আক্রান্ত।
Rekha Gupta: বুধবার সাত সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে সাপ্তাহিক 'জনশুনানির' সময় বড়সড় নিরাপত্তা ত্রুটির ঘটনা ঘটল। এই সময় এক ব্যক্তি হঠাৎই মুখ্যমন্ত্রীর উপর হামলা চালান। হামলার জেরে তিনি মাটিতে পড়ে যান। পরে পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেপ্তার করে সিভিল লাইনস থানায় নিয়ে যায়।
অভিযুক্তের পরিচয়ও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর উপর হামলাকারীর নাম, রাজেশ সাকারিয়া। বয়স ৪১ বছর। তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। সূত্রের খবর, ঘটনার পর দিল্লি পুলিশ গুজরাট পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং হামলার উদ্দেশ্য জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
কীভাবে হামলা হয়েছিল তা নিয়েও উঠে আসছে নানা তথ্য। আইএএনএস-এর প্রতিবেদন অনুসারে, 'জনশুনানি'র সময় অভিযুক্ত প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু কাগজপত্র দেন এবং একটি আদালতের মামলার উদ্ধৃতি উল্লেখ করেন। এরপর হঠাৎই তিনি একটি চুলের মুঠি ধরে মুখ্যমন্ত্রীকে চড় মারেন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রককে গোটা ঘটনার জন্য দাতি করেছেন। তিনি বলেছেন, “এটি স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত।”
এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড় ধরনের ফাঁক হিসেবে দেখা হচ্ছে। কীভাবে এত কড়া নিরাপত্তার মধ্যেও এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। পুলিশ কমিশনারের নেতৃত্বে এই মামলার তদন্ত হবে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।