/indian-express-bangla/media/media_files/2025/08/20/copter-2025-08-20-13-08-39.jpg)
helicopter service: নয়া রুটে চালু হেলিকপ্টার পরিষেবা।
দুর্গাপুজোর আগে এবার ভ্রমণপ্রিয় পর্যটকদের জন্য দারুণ খবর। প্রতি বছর উত্তরবঙ্গ থেকে ১০ নম্বর জাতীয় সড়ক হয়ে সিকিম যাওয়ার পথে প্রায়শই ধসের জেরে বিপাকে পড়তে হয় পর্যটকদের। মাঝেমধ্যেই ট্যুর বাতিল পর্যন্ত করতে হয় অনেককে। সেকথা চিন্তা করেই এবার আকাশপথে বাগডোগরা থেকে সিকিম যাওয়ার ব্যবস্থা চালু।
বছরভর পর্যটকদের ভিড়ে থিকথিক করে পড়শি রাজ্য সিকিম। পাহাড়ি এই রাজ্যের একের পর এক তাকলাগানো সব পর্যটন কেন্দ্রে বছরের অধিকাংশ সময়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। উত্তরবঙ্গ দিয়ে ১০ নম্বর জাতীয় সড়ক ধরে সিকিমের রাজধানী গ্যাংটক-সহ পাহাড়ি রাজ্যের আনাচে কানাচে থাকা অন্যান্য পর্যটন কেন্দ্রে ভিড় জমান পর্যটকরা।
তবে ১০ নম্বর জাতীয় সড়ক ধরে সিকিম যাওয়ার পাহাড়ি পথে প্রায়শই ধস নামে। বিশেষ করে বর্ষার সময় এই জাতীয় সড়কে মাঝেমধ্যে ধস নেমে গাড়ি চলাচল একটানা বন্ধ রাখতে হয় কয়েকদিন। প্রা.শই তাই সিকিম ট্যুর বাতিল করতেও বাধ্য হন পর্যটকরা।
আরও পড়ুন- West Bengal News Live Updates: রাজ্যপাল দিলেন অনুমতি, আদালতে আত্মসমর্পণের নির্দেশ রাজ্যের মন্ত্রীকে
এবার তাই পর্যটকদের সুবিধার্থে বাগডোগরা-গ্যাংটক হেলিকপ্টার পরিষেবা চালু হয়ে গেল। এবার আর অনন্ত ধসের জেরে সিকিম ট্যুর বাতিল করতে হবে না। চালু হয়ে গেল বাগডোগরা-গ্যাংটক হেলিকপ্টার পরিষেবা।
আরও পড়ুন- weather update:দেওয়ালই আবহাওয়া কেন্দ্র! সুন্দরবনের এপ্রান্তে ছয় বাড়ির দেওয়ালেই ঝড়-জলের আগাম খবর
জানা গিয়েছে, ২০ আসনের একটি হেলিকপ্টার যাতায়াত করছে বাগডোগরা এবং গ্যাংটকের মধ্যে। ভাড়াও খুব বেশি নয়। বাগডোগরা থেকে গ্যাংটক যেতে যাত্রীপিছু খরচ পড়ছে সাড়ে চার হাজার টাকা করে। সেই সঙ্গে সর্বোচ্চ ১০ কেজি পর্যন্ত ওজনের লাগেজ নিয়ে যাওয়ারও অনুমতি মিলছে।
আরও পড়ুন-The Bengal Files: এটি উসকানিমূলক! তাই একজন বাঙালি হিসেবে আমি 'দ্য বেঙ্গল ফাইলস' দেখতে নারাজ: স্টেলা দে
গ্যাংটকে এই হেলিকপ্টার পরিষেবার জন্য সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকছে। অন্যদিকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের বুকিং অফিসেও যাত্রীরা এই ব্যাপারে টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন।