Delhi Highcourt: হাইকোর্টে বোমা হামলার ভয়ঙ্কর হুমকি, ব্যাহত আদালতের কার্যক্রম, হুলস্থূল, চাঞ্চল্য....

স্কুলের পর এবার দিল্লি হাইকোর্টে বোমার হুমকি। যার জেরে হাইকোর্টে চত্ত্বরে ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক, বিচারকরা তড়িঘড়ি আদালত কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

স্কুলের পর এবার দিল্লি হাইকোর্টে বোমার হুমকি। যার জেরে হাইকোর্টে চত্ত্বরে ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক, বিচারকরা তড়িঘড়ি আদালত কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

স্কুলের পর এবার দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি

স্কুলের পর এবার দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি। হাইকোর্টে চত্ত্বরে তুমুল আতঙ্ক। আতঙ্কে বিচারপতিরা তড়িঘড়ি আদালত কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ব্যাহত আদালতের কার্যক্রম।  ঘটনাস্থলে দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা। পৌঁছেছে বোম্ব স্কোয়াড। চলছে তল্লাশি। শুরু হয়েছে তদন্ত। কে বা কারা এই হুমকি পাঠিয়েছে তার খোঁজে চলছে তল্লাশি।  

Advertisment

শুক্রবার বোমা হামলার হুমকির জেরে দিল্লি হাইকোর্টে চরম বিশৃঙ্খলা।  প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকির জেরে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। হাইকোর্টের পুরাতন ভবনটি খালি করে দেওয়া হয়। বেঞ্চগুলি স্থগিত করা হয়। নিরাপত্তা সংস্থাগুলি বিষয়টি গুরুত্ব সহকারে বিষয়টির তদন্ত করছে। দুপুর ২.৩০ টে নাগাদ ফের আদালতের কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানা গিয়েছে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, বোমা সংক্রান্ত একটি ইমেল আসে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। এর পর তড়িঘড়ি সবকটি বেঞ্চ শুনানি তাৎক্ষণিকভাবে স্থগিত করে। আদালত আবার দুপুর আড়াইটায় বসবে বলে খবর। হাইকোর্টে উপস্থিত আইনজীবীরা বলেন, বোমার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে  আদালত কক্ষে উপস্থিত সকলেই দ্রুত বাইরে ছুটে বেরিয়ে আসেন।

Advertisment

ইমেলের মাধ্যমে হুমকিটি আসে দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল অরুণ ভরদ্বাজের কাছে। বর্তমানে পুরো আদালত প্রাঙ্গণ খালি করে দেওয়া হয়েছে এবং ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াড সহ আরও একাধিক নিরাপত্তা সংস্থা এই ঘটনার তদন্তে নিয়োজিত রয়েছে।

আরও পড়ুনঃ- ভয়ঙ্কর গুলির লড়াই! অবিশ্বাস্য সাফল্য, শীর্ষ মাও নেতা সহ নিকেশ ১০

delhi highcourt