Migrant Workers Death: পরপর মৃত্যু! দেহ ফিরতেই গ্রামে বুক ফাটা কান্না, হাহাকার, স্বজন হারানো আর্তনাদ

Migrant Workers Death:মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের প্রচেষ্টায় ময়নাতদন্ত করিয়ে মৃতদেহ বাড়ি ফিরল, ব্লকের বিডিও তিনি জানান প্রশাসন সব সময় তাদের পাশে আছেন।

Migrant Workers Death:মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের প্রচেষ্টায় ময়নাতদন্ত করিয়ে মৃতদেহ বাড়ি ফিরল, ব্লকের বিডিও তিনি জানান প্রশাসন সব সময় তাদের পাশে আছেন।

author-image
Gopal Thakur
New Update
actor passed away

না ফেরার দেশে

Delhi Migrant Workers Death: দিল্লিতে দেওয়াল চাপা পড়ে ৪ জনের মর্মান্তিক মৃত্যু, দেহ ফিরতেই শোকের আবহ নওদার গঙ্গাধারী জোড়তলায়।

Advertisment

দিল্লিতে জীবিকার সন্ধানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন। মৃতরা হলেন মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোড়তলা গ্রামের বাসিন্দা রবিউল সেখ, ও তার মেয়ে রুকসোনা খাতুন, মৃত রবিউল শেখের ভাইয়ের স্ত্রী রুবিনা বিবি, ও তার মেয়ে হাসিনা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে কাজের জন্য দিল্লি যান তারা। সেখানেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। শনিবার সকালে হঠাৎ ভাড়া বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

Advertisment

দুর্ঘটনার দুদিন পর, সোমবার সকালে চারজনের মরদেহ গ্রামে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন। শোকাহত গ্রামবাসীর চোখে জল। শেষবারের মতো প্রিয়জনদের দেখতে ভিড় জমে গঙ্গাধারী জোড়তলায়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নওদা ব্লকের বিডিও দেবাশীষ সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সহিদুল ইসলাম মণ্ডল, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষও ভিড় করেন এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হতে।

গ্রামে এখন এক গভীর শোকের আবহ, সবাই একসুরে বলছেন—এমন করুণ দৃশ্য আগে দেখেননি।মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের প্রচেষ্টায় ময়নাতদন্ত করিয়ে মৃতদেহ বাড়ি ফিরল, ব্লকের বিডিও তিনি জানান প্রশাসন সব সময় তাদের পাশে আছেন।

আরও পড়ুন: বাংলার রাজনীতির জগতে নক্ষত্র পতন! প্রয়াত ৮ বারের বিধায়ক

 

 

Migrant labour Death migrant worker