Advertisment

RG Kar Case: আরজি করের সেমিনার রুমের কাছাকাছি দেওয়াল ভাঙা, প্রমাণ লোপাটের অভিযোগ চিকিৎসক সংগঠনের

Kolkata Medical Student Death Case: আরজি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার রুমের আশেপাশে দেওয়াল ভাঙার কাজ শুরু হয়। ওই সেমিনার রুম থেকেই তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এই বিষয়টি নিয়েই তৈরি হচ্ছে সীমাহীন বিতর্ক। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে প্রমাণ লোপাটের চেষ্টার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন অনেকে।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
demolation of wall of rg kar medical college makes controversy, আরজি কর, সেমিনার রুম, দেওয়াল ভাঙা, চিকিৎসক খুন

RG Kar Case: আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। (ভাইরাল ছবি)

RG Kar incident: আরজি কর (RG Kar) হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড় কাণ্ডের মধ্যেই আবারও তুমুল এক বিতর্ক। ভেঙে ফেলা হল সেই আরজি কর হাসপাতালের সেমিনার রুমের আশেপাশের দেওয়াল। যে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আজই চিকিৎসক ধর্ষণ-খুনে CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারই কয়েক ঘণ্টার মধ্যে সেমিনার হল লাগোয়া ঘরের দেওয়াল ভাঙা নিয়ে সীমাহীন বিতর্ক তৈরি হয়েছে। ঝটাঝট প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টা? এই প্রশ্ন তুলতে শুরু করেছেন চিকিৎসক সংগঠনের নেতারা।

Advertisment

আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন নিয়ে তোলপাড় গোটা রাজ্য। আরজি কর হাসপাতাল-সহ শহর কলকাতার অন্যান্য সরকারি হাসপাতালে চিকিৎসকদের বিক্ষোভ-আন্দোলন জারি রয়েছে। এরই মধ্যে আজ আরজি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই আরজি করের সেমিনার রুম লাগোয়া ঘরের দেওয়াল ভাঙার কাজ শুরু করে দেয় কলকাতা পুরসভা, উঠেছে এমনই অভিযোগ। তা নিয়েই তৈরি হয়েছে নয়া বিতর্ক। দাবি করা হচ্ছে, আরজি কর হাসপাতালে চিকিৎসকদের আলাদা রেস্টরুম নেই। চিকিৎসকদের রেস্ট রুম বানানোর জন্যই নাকি কলকাতা পুরসভার তরফে ঘর সংস্কারের কাজ হচ্ছে।

আরও পড়ুন- Rg Kar Case-Aparna Sen: ‘চটিচাটা’ বুদ্ধিজীবীরা দূর হটো, আরজি করে পৌঁছোতেই বেনজির কটাক্ষের মুখে অপর্ণা সেনরা

আরও পড়ুন- RG Kar Case: ‘কলকাতার নাগরিক হিসেবে লজ্জিত!’ আরজি কর কাণ্ডের প্রতিবাদ অপর্ণার, মমতা-সরকারের অবসান চাইলেন মীরাতুন

যে সেমিনার হল থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়, সেই ঘর লাগোয়া দেওয়াল কেন ভাঙা হচ্ছে? CBI পুরোদমে তদন্তভার হাতে নেওয়ার আগেই কেন আরজি করে সংস্কারের কাজ হঠাৎ শুরু? এ প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "তদন্ত চলছে। আদালতের নির্দেশ না হওয়া অবধি এগুলোয় হাত দেওয়ার কথা নয়। প্রমাণ লোপাটের উদ্দেশ্য নিয়েই এটা হচ্ছে। এটা একেবারেই অনুচিত। এরা বেপরোয়া হয়ে উঠেছে। আজই কেসটা CBI-এর হাতে গেল। CBI আগে তদন্ত করুক। তরপর কোর্ট কিছু রায় দিক। তারপর তো সংস্কারের প্রশ্ন উঠবে। তার আগে হাত দেওয়া যায় না।"

শ্রমজীবী সমিতির তরফে চিকিৎসক পুণ্যব্রত গুণ বলেন, "এই ঘটনা শোনার পর নারায়ণস্বরপ নিগমকে ফোন করেছিলাম। উনি বলেন, এখনই ওই কাজ বন্ধের জন্য আমি নির্দেশ দিচ্ছি। তবে পরেও আমরা জেনেছি যে সংস্কারের কাজ বন্ধ হয়নি। আমরা সিবিআইকে ইমেল করে সব জানিয়েছি। প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে।"

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক ড. মানস গুমটা বলেন, "তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। এই নিয়ে সন্দেহের অবকাশ নেই।"

আরও পড়ুন- RG Kar Case: আরজি করে চিকিৎসক খুন, আর দেরি না করে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের!

cbi KMC RG Kar Medical College Doctors Death
Advertisment