রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশি। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রাজ্য প্রশাসনকে দায়ী করছে বিরোধীদলগুলো। চলছে আন্দোলনও। কিন্তু, অবস্থার বদল ঘটছে না। বাংলার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকরারী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে ডেঙ্গি মহামারির আকার নিচ্ছে। কিন্তু রাজ্য সরকার তথ্য গোপন করছে। অবস্থা পর্যালোচনায় কেন্দ্রীয় দলও পাঠানোর আর্জি জানানো হয়েছে।
মনসুখ মাণ্ডব্যকে চিঠিতে শুভেন্দু জানিয়েছেন যে, বাংলায় ডেঙ্গির পজিটিভিটি রেট খুব বেশি। পরিসংখ্যান তুলে ধরে বিরোধী দলনেতার দাবি, কলকাতার পজিটিভিটি রেট প্রায় ৩৫ শতাংশ, হুগলির পজিটিভিটি রেট প্রায়২৩ শতাংশ, জলপাইগুড়ির পজিটিভটি রেট প্রায় ১৮ শতাংশ, উত্তর ২৪ পরগনার পজিটিভিটি রেট প্রায় ১৪ শতাংশ।
আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলা: চরম অসন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়, SIT-এর তদন্তকারী বদলের হুঁশিয়ারি
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে শুভেন্দু অধিকারীর আবেদন, বর্তমান ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতির হাত থেকে বাংলাকে বাঁচাতে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুক কেন্দ্র। ডেঙ্গি নিয়ে প্রকৃত তথ্য গোপন করছে রাজ্য সরকার। যথাযথ রক্ত পরীক্ষাও হচ্ছে না। রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দলকেও বাংলাতে পাঠাতে আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন- স্বাস্থ্য কর্তার মৃত্যু, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ হাজার! আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের
এছাড়াও শুভেন্দুর দাবি, রাজ্যের স্বাস্থ্য বিভাগের যারা ডেঙ্গি মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত, তাঁদের মধ্যে যাঁরা উদাসীন, তাঁদের বিরুদ্ধেও যেন আইনি পদক্ষেপ করা হয়।