/indian-express-bangla/media/media_files/2025/10/18/dhanteras-2025-will-be-celebrated-on-october-18-2025-10-18-12-40-18.jpg)
জানুন আজকের সেরা মুহূর্তগুলি
Dhanteras 2025: ধনতেরাসে সোনা-রুপো কেনার শুভ সময় ১৮ ঘণ্টা ৬ মিনিট, জানুন আজকের সেরা মুহূর্তগুলি।
ধনতেরাস মানেই সোনা-রুপো কেনার শুভ দিন। এ বছর সোনা কেনার জন্য হাতে রয়েছে দীর্ঘ ১৮ ঘণ্টা ৬ মিনিট। শুভ লগ্ন শুরু হবে আজ, ১৮ অক্টোবর দুপুর ১২টা ১৮ মিনিটে এবং চলবে আগামীকাল ১৯ অক্টোবর ভোর ৬টা ২৪ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কেনাকাটা করলে তা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে।
শাস্ত্র অনুযায়ী, ধনতেরাসের শুভ সময়ে সোনা, রুপো বা ধাতব সামগ্রী কেনা তেরো গুণ সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি করে। তাই এই দিনে লক্ষ্মী ও ধন্বন্তরীর আশীর্বাদ পাওয়ার আশায় দেশজুড়ে ভিড় জমে গয়নার দোকান ও বাজারে।
আরও পড়ুন-শিয়ালকে ভোগ, সাধকের স্বপ্নাদেশ! দুর্লভা কালী মায়ের রহস্যে ভরা গল্প আজও চর্চায়
এ বছর ধনতেরাসে সোনা ও রুপো কেনার জন্য বিশেষ তিনটি শুভ মুহূর্ত নির্ধারিত হয়েছে—
প্রথম মুহূর্ত: সকাল ৮টা ৫০ মিনিট থেকে ১০টা ৩৩ মিনিট পর্যন্ত
দ্বিতীয় মুহূর্ত: সকাল ১১টা ৪৩ মিনিট থেকে দুপুর ১২টা ২৮ মিনিট পর্যন্ত
তৃতীয় মুহূর্ত: সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত
ধনতেরাসে সোনা ছাড়া আর কী শুভ?
সোনা, রূপা বা গয়না, স্টিল বা পিতলের বাসনপত্র, নতুন ঝাড়ু (ঋণমুক্তির প্রতীক), কুবের প্রতিমা বা কুবেরের প্রতীক, নতুন প্রদীপ বা দীপাবলির সাজসজ্জা। এছাড়া অনেকে এই দিনে নতুন গাড়ি, ইলেকট্রনিক্স জিনিস বা বাড়ি বুকিং করেন।
দীপাবলির পাঁচদিনব্যাপী উৎসবের সূচনা হয় ধনতেরাসের মধ্য দিয়েই। দীপাবলির দু’দিন আগে পালিত এই দিনটি ধন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে। এই দিনটি মা লক্ষ্মী, ভগবান ধন্বন্তরী ও ধনদেবতা কুবেরের আরাধনার জন্য অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকে।
আরও পড়ুন-উল্টে পড়া পাথরেই উদ্ভাসিত দেবী! রহস্যে ভরা কঙ্কালেশ্বরী কালী মন্দিরের ইতিহাস
হিন্দু পঞ্জিকা অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতেই ধনতেরাস পালিত হয়। এই উৎসব সম্পদ, সৌভাগ্য ও ইতিবাচক শক্তির আগমনকে প্রতীকীভাবে প্রকাশ করে। ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনে সোনা-রুপো বা ধাতব সামগ্রী কেনা দীর্ঘস্থায়ী সম্পদ ও সমৃদ্ধি বয়ে আনে—যেমনটি অক্ষয় তৃতীয়ায় করা হয়।
এই দিনে ভক্তরা মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু, ধনদেবতা কুবের ও ধন্বন্তরীর পূজা করেন, ধন, স্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধির আশীর্বাদ কামনা করে। এ বছর ধনতেরাস পূজার সবচেয়ে শুভ সময় (মুহূর্ত) নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৭টা ১২ মিনিট থেকে রাত ৯টা ২২ মিনিট পর্যন্ত। এই সময়ে পূজা ও প্রদীপ প্রজ্বলন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন- ধনতেরাসে ধনবর্ষণ ধামাকা! সোনা-রূপার দরে বিরাট বদল, জানুন জানুন কলকাতায় আজ কতটা সস্তা হলুদ ধাতু?\