Gold Price on Dhanteras: ধনতেরাসে ধনবর্ষণ ধামাকা! সোনা-রূপার দরে বিরাট বদল, জানুন কলকাতায় আজ কতটা সস্তা হলুদ ধাতু?

Gold Price on Dhanteras: সকাল থেকে সোনা-রূপার দোকানে মানুষের ভিড় চোখে পড়ছে। কয়েকদিন ধরেই সোনা ও রূপার দাম ক্রমাগত বাড়ছে। নতুন রেকর্ডও তৈরি হচ্ছে। ধনতেরাসের পবিত্র দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Gold Price on Dhanteras: সকাল থেকে সোনা-রূপার দোকানে মানুষের ভিড় চোখে পড়ছে। কয়েকদিন ধরেই সোনা ও রূপার দাম ক্রমাগত বাড়ছে। নতুন রেকর্ডও তৈরি হচ্ছে। ধনতেরাসের পবিত্র দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

author-image
IE Bangla Web Desk
New Update
Gold Ornament 5

ধনতেরাসে ধনবর্ষণ ধামাকা!

Gold Price on Dhanteras:  আজ ধনতেরাস। সকাল থেকে সোনা-রূপার দোকানে মানুষের ভিড় চোখে পড়ছে। কয়েকদিন ধরেই সোনা ও রূপার দাম ক্রমাগত বাড়ছে। নতুন রেকর্ডও তৈরি হচ্ছে। ধনতেরাসের পবিত্র দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স (X)-এ পোস্ট করে তিনি লিখেছেন, “দেশের সকল নাগরিককে ধনতেরাসের আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উৎসবের দিনে সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। ভগবান ধন্বন্তরী যেন সবার উপর তাঁর কৃপা ও আশীর্বাদ প্রদান করেন।”

Advertisment

দেশজুড়ে ধনতেরাস উপলক্ষে সোনা ও রূপা কেনার একটা ঐতিহ্য ও হিড়িক  রয়েছে মানুষের মধ্যে। আজ সোনা ও রূপার  দামে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।  টানা তৃতীয় দিনের জন্য রূপা কিছুটা সস্তা হয়েছে, অন্যদিকে আজ সোনার দামও কিছুটা কমেছে। আজ রাজধানী দিল্লিতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৯১০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১৭৫০ টাকা কমেছে। এর একদিন আগে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩০৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৩৩৩০ টাকা বেড়ে গিয়েছিল। এখন রূপার কথা বলতে গেলে, দিল্লিতে টানা তৃতীয় দিনের জন্য রূপার দাম কিছুটা কমেছে। 

দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৩১,০১০ টাকা। অপরদিকে  ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম  ১,২০,১০০ টাকা। কলকাতা, চেন্নাই এবং মুম্বইতে, ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,১৯,৫০০ টাকা, যেখানে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৩০,৩৭০ টাকা।

Advertisment

আরও পড়ুন- শিয়ালকে ভোগ, সাধকের স্বপ্নাদেশ! দুর্লভা কালী মায়ের রহস্যে ভরা গল্প আজও চর্চায়

বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে দাম

হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুতেও, ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,১৯,৯৫০ টাকা, যেখানে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৩০,৮৬০ টাকা।

লখনউ এবং পাটনায় দাম

পাটনা এবং লখনউয়ের কথা বলতে গেলে, পাটনায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,২০,০০০ টাকা, যেখানে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম  ১,৩০,৯১০ টাকা, যেখানে লখনউতে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম  ১,২০,১০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের  ১,৩১,০১০ টাকা।

জয়পুর এবং আহমেদাবাদে দাম

আহমেদাবাদ এবং জয়পুরের কথা বলতে গেলে, আহমেদাবাদে ২২ ক্যারেট সোনার  প্রতি ১০ গ্রামের দাম ১,২০,০০০ টাকা, যেখানে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৩০,৯১০ টাকা, যেখানে জয়পুরে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম  ১,২০,১০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৩১,০১০ টাকা।

আরও পড়ুন- ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক! পাক হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার, প্রতিবাদে সোচ্চার গোটা বিশ্ব

টানা তৃতীয় দিনের মতো রুপার দাম কমেছে

রুপার কথা বলতে গেলে, দিল্লিতে টানা তিন দিনের জন্য রূপার দাম কমেছে । আজ, ১৮ অক্টোবর, দিল্লিতে প্রতি কেজি ১.৭২ লক্ষ টাকায় রুপা বিক্রি হচ্ছে। আজ, প্রতি কেজি ১৩ হাজার টাকা কমেছে। অন্যান্য গুরুত্বপূর্ণ মহানগরীর কথা বলতে গেলে, মুম্বই এবং কলকাতাতেও একই দামে বিক্রি হচ্ছে, তবে চেন্নাইতে প্রতি কেজি ১,৯০,০০০ টাকা, যার অর্থ হল চারটি মহানগরীর মধ্যে সবচেয়ে দামি রুপা চেন্নাইতে।

ধনতেরাসের এই দিনটি সোনার ও রূপার ক্রয়, পূজা এবং পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের জন্য শুভ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়ে থাকে। ২০২৫ সালে ধনতেরাসের শুভক্ষণ শুরু হবে—সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং চলবে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত। এই সময়েই দেবী লক্ষ্মীর আরাধনা ও কেনাকাটা সবচেয়ে শুভ বলে ধরা হয়। তবে মনে রাখবেন, ত্রয়োদশী তিথি (Trayodashi Tithi) শুরু ও শেষ হওয়ার সময় স্থানভেদে কিছুটা পার্থক্য থাকতে পারে। তাই নিজের শহরের সময় অনুযায়ী পঞ্জিকা দেখে নিন।

আরও পড়ুন- ধনতেরাসের ভোরে কেঁপে উঠল ভারত, প্রবল কম্পন পড়শি দেশেও, ছড়ালো তুমুল আতঙ্ক, হুলস্থূল কান্ড!

ধনতেরাসে কী কেনা সবচেয়ে শুভ?
সোনা, রূপা বা গয়না, স্টিল বা পিতলের বাসনপত্র, নতুন ঝাড়ু (ঋণমুক্তির প্রতীক), কুবের প্রতিমা বা কুবেরের প্রতীক, নতুন প্রদীপ বা দীপাবলির সাজসজ্জা। এছাড়া অনেকে এই দিনে নতুন গাড়ি, ইলেকট্রনিক্স জিনিস বা বাড়ি বুকিং করেন।

dhanteras Gold Prices Gold Price Today