shoot at sight order: পুজোয় গোলমাল করলেই 'শ্যুট অ্যাট সাইট'! বিরাট নির্দেশে তোলপাড় বিজেপি শাসিত রাজ্যে

shoot at sight order: পুজোয় গোলমাল দেখলেই 'শ্যুট অ্যাট সাইট'! বিরাট ঘোষণায় তোলপাড় ফেলে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

shoot at sight order: পুজোয় গোলমাল দেখলেই 'শ্যুট অ্যাট সাইট'! বিরাট ঘোষণায় তোলপাড় ফেলে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Durga Puja 2024, Kolkata Durga Puja

পুজোয় গোলমাল দেখলেই 'শ্যুট অ্যাট সাইট'!

shoot at sight order: পুজোয় গোলমাল দেখলেই 'শ্যুট অ্যাট সাইট'! বিরাট ঘোষণায় তোলপাড় ফেলে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সনাতনী হিন্দুদের রক্ষা করা তাঁর ও তাঁর সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য। পুজোর সময়তেও অসমের ধুবড়ি জেলায় রাতের বেলা কার্যকর ‘শুট-অ্যাট-সাইট’ নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

আরও পড়ুন- দুর্গাপুজোর অনুদান নিয়ে বিরাট নির্দেশ! শেষমেশ কী জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট?

উল্লেখ্য গত জুনে সীমান্তবর্তী এই জেলায় সাম্প্রদায়িক অশান্তির পর থেকেই ওই নির্দেশ কার্যকর হয়। কোকরাঝাড়ে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে সুরক্ষা দেওয়াই তাঁর সরকারের প্রথম অগ্রাধিকার।

Advertisment

বর্তমানে ধুবড়ি জেলার নিরাপত্তা প্রসঙ্গে  মুখ্যমন্ত্রী বলেন, সেখানের পরিস্থিতি এখন পুরোপুরি শান্তিপূর্ণ।  দুর্গাপুজো চলাকালীন (২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর) কঠোর ব্যবস্থা বহাল থাকবে। তাঁর হুঁশিয়ারি, “ধুবরিতে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।”

প্রসঙ্গত, ১৩ জুন ধুবড়ি সফরে গিয়েই মুখ্যমন্ত্রী প্রথম নিশি ‘শুট-অ্যাট-সাইট’ নির্দেশ জারি করেছিলেন। এরপর আরও এক  অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে জানান, সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনায় ইতিমধ্যেই ১৫০ জনেরও বেশি দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন রাজ্যের বাইরের বাসিন্দা, যাদের বিরুদ্ধে পুরনো অপরাধমূলক মামলা রয়েছে।

আরও পড়ুন-বৈষ্ণোদেবী মন্দির যাত্রাপথে মৃত্যুমিছিল..! নাগাড়ে বৃষ্টিতে লন্ডভন্ড জম্মু-কাশ্মীর, শোকবার্তা মোদীর

মুখ্যমন্ত্রী পুনরায় আশ্বস্ত করেছেন যে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় কোনোভাবেই আপস করবে না। তাঁর কথায়, “অসময়ে সাম্প্রদায়িক শক্তিকে রাজ্যের শান্তি ভঙ্গ করতে দেওয়া হবে না। যারা অশান্তি ছড়াতে চাইবে, তারা আইনের কাছে কোনোভাবেই  রেয়াত করা হবে না।”

Himanta Biswa Sarma