West Bengal News Live updates:কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, জেনেই কী বললেন তৃণমূল সাংসদ?

West Bengal News Updates 27 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 27 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
TMC’s Kalyan Banerjee hurts himself,TMC MP Kalyan Banerjee,BJP MP Abhijit Gangopadhyay, Waqf Bill meet,তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওয়াকফ বিল

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Live Updates:শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরির অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে এনেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "আমার নামে অনেক ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে। কেউ কেউ আমার ছবি ডি.পি. দিয়ে অন্য নামে খুলেছে। আমি আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি। দয়া করে ওই অ্যাকাউন্ট থেকে কোনও বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করবেন না।" জনপ্রিয় ব্যক্তিদের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খোলার খবর এই নতুন নয়। প্রায়শই এমন অভিযোগ মেলে। এবার সেই তালিকায় নবতম সংযোজন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisment

মঙ্গলবার বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে চাকরির দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা। সেই ঘটনা প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "অশনি সংকেত, ২০১১ সালের আগে CPM-এর মন্ত্রী, বিধায়কদেরও এই ধরনের আপ্যায়ন করা হতো। মানুষ ভয় কাটিয়ে ফেলেছে। মুখ্যমন্ত্রী মানে তিনিও একজন সাধারণ মানুষ, সেটা বর্ধমানের ঘটনায় প্রামাণিত। মুখ্যমন্ত্রী যেখানে যান সেখানে ৭ হাজার পুলিশ থাকে ও ৭ হাজার গুণ্ডা থাকে। এই ১৪ হাজার গুণ্ডার সামনে যারা প্ল্যাকার্ড হাতে বলেছেন 'যে চাকরিটা আমার চাই, নিয়োগটা করুন', তাঁদের সম্মান জানাই। ভয়টা কাটছে, এটা একটা ভালো সংকেত।"

আরও পড়ুন- Vaishno Devi landslide:বৈষ্ণোদেবী মন্দিরের পথে ভয়াবহ ভূমিধ্বসে মৃত ৩০, নাগাড়ে বৃষ্টিতে বিরাট ক্ষতি জম্মু কাশ্মীর, হিমাচলেও

Advertisment

অন্যদিকে, বুধবার সকালে জেলায় জেলায় ঝলমলে রোদের দেখা মিললেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে সুষ্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে গেলে ফের একবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে উত্তাল হবে সমুদ্র। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- Kolkata Metro:যাত্রী সুরক্ষায় আরও এক ধাপ! পাতালপথে মসৃণ যাতায়াতে যুগান্তকারী ব্যবস্থা চালু কলকাতা মেট্রোয়

  • Aug 27, 2025 13:22 IST

    Kolkata News Live Updates:১১ কেজির লাড্ডু!

    গনেশ চতুর্থী উপলক্ষে ১১ কিলো ওজনের লাড্ডু বানিয়ে সাড়া ফেলে দিয়েছে ব্যান্ডেলের একটি মিষ্টির দোকান। সর্বোচ্চ ১১ কিলো হলেও তার নিচে ৭ কিলো ওজনের লাড্ডুও আছে। 

    বিস্তারিত পড়ুন- Ganesh Chaturthi 2025:গণেশ চতুর্থীতে ব্যান্ডেলের মিষ্টির দোকানে ১১ কেজির লাড্ডু! আকর্ষণীয় উদ্ভাবন, বদলেছে উৎসবের রূপ



  • Aug 27, 2025 12:32 IST

    Kolkata News Live Updates:বাবাকে কুপিয়ে খুন করলো ছেলে

    নামাজ পড়তে যাওয়া আর হল না। তার  আগেই ছেলের নৃশংস আক্রমণে প্রাণ খোয়ালেন বাবা। ধারালো অস্ত্রদিয়ে নৃশংসভাবে কুপিয়ে বৃদ্ধ বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মৃত সত্তরোর্ধ ব্যক্তির নাম গোলাম মোস্তাফা মণ্ডল।  মঙ্গলবার দুপুরে নৃশংস এই হত্যা কাণ্ডের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের আকবরনগর গ্রামে। বাবাকে হত্যার দায়ে মন্তেশ্বর থানার পুলিশ ছেলে জাহিদুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে। বৃদ্ধ বাবাকে খুনে অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন মৃতর পরিজনরা।  



  • Aug 27, 2025 12:29 IST

    Kolkata News Live Updates:৫৮ বছরে এসে মিলল জমির পাট্টা

    সনাতন হেমব্রম। হুগলি জেলার পাণ্ডুয়া থানার ভায়রা গ্রামের বাসিন্দা। আজীবন কেটে গেছে অনাদরে অবহেলায়। নিজের বলতে কিছু আত্মীয় যারা থেকেও নেই। জীবনের অর্ধেকটা কেটে যাওয়ার পর শেষমেশ ৫৮ বছর বয়সে এসে ০.১৪ একর কৃষি জমি পাট্টা পেলেন তিনি।

    বিস্তারিত পড়ুন- ৫৮ বছরে এসে মিলল জমির পাট্টা, সহায় সম্বলহীন সনাতনের লড়াইটা অবাক করার মতোই!



  • Aug 27, 2025 11:57 IST

    Kolkata News Live Updates:যুগান্তকারী ব্যবস্থা চালু কলকাতা মেট্রোয়

    কলকাতা মেট্রো রেলওয়ে নীল লাইন (বেলগাছিয়া থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত ভূগর্ভস্থ টানেল) এবং হলুদ লাইন-এ উন্নত TETRA (Terrestrial Trunked Radio) যোগাযোগ ব্যবস্থা সফলভাবে চালু করেছে। এই আধুনিক ব্যবস্থার উদ্বোধন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। 

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro:যাত্রী সুরক্ষায় আরও এক ধাপ! পাতালপথে মসৃণ যাতায়াতে যুগান্তকারী ব্যবস্থা চালু কলকাতা মেট্রোয়



  • Aug 27, 2025 11:56 IST

    Kolkata News Live Updates:বৈষ্ণোদেবী মন্দিরের পথে ভয়াবহ ভূমিধ্বসে মৃত ৩০

    উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে অবিরাম বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে। কাটরায় মাতা বৈষ্ণোদেবী যাত্রা ট্র্যাকে বিশাল ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছেন। আইএমডি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে। হিমাচল প্রদেশের বিয়াসের মতো নদীগুলি প্লাবিত হচ্ছে, রাস্তাঘাট ভেসে যাচ্ছে এবং মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। সৌভাগ্যক্রমে, উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং ত্রাণ প্রচেষ্টা পুরোদমে চলছে।

    বিস্তারিত পড়ুন- Vaishno Devi landslide:বৈষ্ণোদেবী মন্দিরের পথে ভয়াবহ ভূমিধ্বসে মৃত ৩০, নাগাড়ে বৃষ্টিতে বিরাট ক্ষতি জম্মু কাশ্মীর, হিমাচলেও



  • Aug 27, 2025 11:55 IST

    Kolkata News Live Updates:ভারী বৃষ্টির পূর্বাভাস

    বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তেরই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। সেটা হলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়বে। ফের এক দফায় তুমুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আপাতত বৃষ্টির দাপট কমে রোদের দেখা মিলেছে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। তবে এই পরিস্থিতিও বেশি দিন স্থায়ী হবে না। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। আজ গণেশ চতুর্থীতেও রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    বিস্তারিত পড়ুন- Kolkata weather Update:গণেশ পুজোয় ভারী বৃষ্টির পূর্বাভাস, বেলা গড়ালেই আবহাওয়ায় বদল কোন জেলাগুলিতে?



Ganesh Chaturthi 2025 CM Mamata banerjee Bengali News Today