রাজ্যের সর্বত্র ১০০ পার ডিজেল। জ্বালানি তেলের দামে বিদ্যুৎ গতি অব্যাহত। শুক্রবার ফের দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে আজ সর্বকালীন রেকর্ড। লিটারে ৩৪ পয়সা বেড়ে কলকাতায় আজ পেট্রোলের নয়া দাম ১০৯ টাকা ১২ পয়সা। অন্যদিকে লিটারে ৩৫ পয়সা বেড়ে শহর কলকাতায় আজ ডিজেলের নতুন দাম ১০০ টাকা ৪৯ পয়সা।
জ্বালানি তেলের দাম-বৃদ্ধি জারি। একটানা বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় ডিজেলের দাম লিটারে ১০০ ছোঁয় সবার আগে। ঠিক তার পরপরই কয়েকটি জেলাতেও সেঞ্চুরি হাঁকায় ডিজেল। গত কয়েকদিন ধরে জেলায়-জেলায় ১০০ পেরিয়েছে ডিজেল। এবার রাজ্যের সব জেলাতেই ডিজেল ১০০ পার।
জ্বালানি তেলের লাগাতার এই দাম-বৃদ্ধির জেরে বাজার 'আগুন'। হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। রাজ্যে-রাজ্যে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে কোনও হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে পেট্রোল-ডিজেলকে জিএসটি-র আওতায় আনার পরামর্শ বিজেপি নেতাদের।
আরও পড়ুন- ভোর ও রাতে নামছে তাপমাত্রা, সপ্তাহ শেষেই শীতের আমেজ বঙ্গে
দেশের সর্বত্র বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। রাজধানী দিল্লিতে শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম ফের লিটারে ৩৫ পয়সা বেড়েছে। আজ দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ১০৮ টাকা ৬৪ পয়সা। ডিজেলের দাম লিটারে ৯৭ টাকা ৩৭ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইয়েও আজ পেট্রোলের দাম লিটারে ১১৪ টাকা ৪৭ পয়সা। মুম্বইয়ে লিটার প্রতি ডিজেলের দাম ১০৫ টাকা ৪৯ পয়সা। চেন্নাইয়ে আজ পেট্রোল লিটার প্রতি ১০৫ টাকা ৪৩ পয়সা। চেন্নাইয়ে আজ ডিজেলের দাম লিটারে ১০১ টাকা ৫৯ পয়সা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন