Digha Jagannath Dham: দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল নামছে দীঘা জুড়ে। আজ রবিবার ছুটির দিনে সকাল থেকেই বিপুল ভিড় লক্ষ্য করা যাচ্ছে দিঘা জগন্নাথ মন্দিরে। সকাল ৬টায় গেট খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। দীঘা জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়া দিন উদ্বোধন হওয়ার পর রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে।
চাষীর মেয়ে রাজ্যে প্রথম, তাক লাগানো ফলে জেলার মুখ উজ্জ্বল করে আগামীর বিরাট লক্ষ্যে প্রাণপাত
দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মানুষের উন্মাদনা তুঙ্গে। প্রত্যেকে দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য মুখিয়ে রয়েছেন। প্রতিদিন ভিড় বাড়ছে ক্রমশ। উদ্বোধনের পর থেকে ভক্তদের ঢল নামতে শুরু করেছে দিঘার জগন্নাথ মন্দিরে। উদ্বোধনের পর দ্বিতীয় দিনেই প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। বিশ্বে ছড়িয়ে পড়েছে দিঘার জগন্নাথ মন্দিরের কথা!
এমন নজির সত্যিই বিরল! হাজারো প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই মাধ্যমিকে অসামান্য বিজয় হতদরিদ্র দুই কিশোরের
পুরীর জগন্নাথ মন্দিরের ন্যায় ভোর ৬টা থেকে ভক্তদের জন্য খোলা থাকবে দীঘা জগন্নাথ মন্দিরও তাই খুলবে। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আবার ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে ভক্তদের ভিড় দেখে সময় সুচির কিছু রদবদল হতে পারে।
পুরীর বিশেষ ভোগ খাজা। দিঘার ক্ষেত্রে কী? এর উত্তরে ইসকনের তরফে রাধারমন দাস জানিয়েছেন, “খাজা পুরীর ঐতিহ্য। বাংলার মন্দিরের ক্ষেত্রে ট্রেড মার্ক থাকবে সন্দেশ আর গজা। সবাই মন্দিরে সন্দেশ আর গজা নিয়ে যেতে পারবেন।”
পুরীর জগন্নাথ মন্দির ভোর ৬টা থেকে খোলে, দিঘার মন্দিরও তাই খুলবে। ১টা থেকে ৩টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আবার ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো ঠিক করে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সাতসকালে ইকোপার্কে দিলীপ ঘোষকে ফুল দিয়ে শুভেচ্ছা তৃণমূল নেতার, ঝড় বইছে বঙ্গ রাজনীতিতে, কীসের ইঙ্গিত?