/indian-express-bangla/media/media_files/2025/04/18/G6vRCfd17K7t3GXImABb.jpg)
সাতসকালে ইকোপার্কে দিলীপ ঘোষকে ফুল দিয়ে শুভেচ্ছা তৃণমূল নেতার, কিসের ইঙ্গিত?
TMC Leader Meets Dilip Ghosh: দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামে উদ্বোধনের দিন গিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময় কথাবার্তা হয় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির। সেদিন মুখ্যমন্ত্রীর প্রসংশায় পঞ্চমুখ ছিলেন দিলীপ। তারপর থেকেই বঙ্গ বিজেপিতে ঝড় বইতে শুরু করেছে।
চাষীর মেয়ে রাজ্যে প্রথম, তাক লাগানো ফলে জেলার মুখ উজ্জ্বল করে আগামীর বিরাট লক্ষ্যে প্রাণপাত
এবার ইকোপার্কে বিজেপির প্রাক্তন সাংসদের সঙ্গে সাক্ষাৎ করলেন নিউটাউনের স্থানীয় তৃণমূল নেতা। তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রবিবার সকালে নিউটাউনে ইকোপার্কে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজারহাট নিউটাউন তৃণমূলের যুব সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় এই তৃণমূল নেতা।
'মমতা জগন্নাথ ধামের নামে নিমকাঠটাও চুরি করাল', বিতর্কের মাঝেই 'বিস্ফোরক' শুভেন্দু
তৃণমূল নেতা মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, "দিলীপদার দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা জানাতে এসেছি। দিলীপদার সঙ্গে আমার নিয়মিত ইকোপার্কে দেখা হয়। দিলীপদা বললেন প্রাকটিস করতে হব। আমি বললাম খেলা হবে। দিলীপদা বললেন খেলা তো হবেই। দেখি আগামী দিনে কতটা খেলা হয়।" তবে এই সাক্ষাতের মধ্যে রাজনীতি নেই বলে তৃণমূল নেতা মন্তব্য করেছেন। দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে তিনি ভবিষ্যতে ওপর ছেড়ে দিয়েছেন।
দিলীপ ঘোষ বলেন, "আমাদের পাড়ার ছেলে। আগে গো ব্যাক বলতো। এখন ফুল দিচ্ছে। এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয়। আমি বিজেপির নেতা ছিলাম এখন সাড়া সমাজের লোক, বিভিন্ন পার্টির লোক আমাকে নেতা মানছে। আমি জানি না আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছেন। তাঁদেরকে আমার শুভেচ্ছা।"
বাংলার বুকে বিরাট অ্যাকশন, চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বাবলা খুনে বহিস্কৃত তৃণমূল নেতার কার্যালয়
দীঘায় মমতার সঙ্গে সাক্ষাতের পর থেকে রাজ্য বিজেপির একাংশ দিলীপ ঘোষকে লাগামছাড়া আক্রমণ করেছে। এখনও বিতর্ক রয়েছে বিজেপিতে। একপ্রকার গেরুয়া শিবিরে দলের প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি পুরো কোনঠাসা। দিলীপের তৃণমূল যোগ নিয়েও রাজ্য রাজনীতিতে গুঞ্জন তুঙ্গে। তবে দিলীপ নিজে বলছেন তিনি খাঁটি বিজেপি। এমন বিতর্কের মাঝে সাতসকালে দিলীপ ঘোষকে তৃণমূল নেতার শুভেচ্ছা ফের আরেক দফা ঘাসফুল প্রীতির জল্পনা বাড়ল। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, দীঘা থেকে ক্রোনোলজির সূত্রপাত?