/indian-express-bangla/media/media_files/2025/04/17/ePGDCUsl9R7bcXassLds.jpg)
Digha-Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন, আজ থেকেই প্রবেশের সুযোগ সর্বসাধারণের।
Digha Jagannath Temple News: প্রতীক্ষার অবসান! অবশেষে মুখ্যমন্ত্রীর হাত ধরেই হল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সকালে যজ্ঞের পর ভাত, ডাল মিষ্টি সহ ৫৬ ভোগ নিবেদন। আজই দর্শনার্থীদের খুলে যাচ্ছে মন্দির। ৩ বছর ধরে যারা মন্দির নির্মাণে কাজ করেছে সকলকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। সকলের সহযোগিতা না পেলে মন্দির নির্মাণ সম্ভব ছিল না, উল্লেখ মমতার। সকালে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। মন্দিরের দ্বারোদ্ঘাটন করে বিশেষ আরতি করেন মুখ্যমন্ত্রী। দীঘার জগন্নাথ মন্দিরের দায়িত্বে ইসকন।
মুখ্যমন্ত্রী বলেন, 'মন্দিরের শীর্ষে বিষ্ণুর অষ্টধাতুর চক্র। ৫০০ এর বেশি গাছ লাগানো রয়েছে। মন্দির হাজার হাজার বছর ধরে তীর্থস্থান হিসাবে মাথা উচু করে দাঁড়াবে। জগন্নাথ মন্দির ধর্মীয় তরঙ্গ সৃষ্টি করবে। ইসকন দায়িত্ব নিয়ে প্রতিদিনের ভোগসেবা করবে। দীঘায় প্রতিদিন দারুমূর্তি পুজিত হবে। সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বার্তা মুখ্যমন্ত্রীর। মা-মাটি-মানুষকে মন্দির উৎসর্গ। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ ও ছবি বাড়ি বাড়ি যাবে বার্তা মুখ্যমন্ত্রীর।
গতকালই মহাযজ্ঞ হয়েছে দিঘার মন্দিরে। পূর্ণাহুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলিঙ্গ শৈলীতে তৈরি জগন্নাথ দেবের মন্দিরটি পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে। বেলা ৩ঃ১৫ মিনিটে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী। তারপরেই মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
-
Apr 30, 2025 09:06 IST
Digha Jagannath Temple LIVE: ৫৬ ভোগ অর্পণ
প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার পরেই তাঁকে ৫৬ ভোগ অর্পণ করা হবে। তারপরে হবে মন্দিরের দ্বারোদঘাটন পর্ব। আজ অক্ষয় তৃতীয়ার বিকেলে দিঘার মন্দিরের দ্বারোদঘাটন হবে। শুভ সময় বিকেল ৫.০৫ মিনিট থেকে ৫.১০ মিনিট পর্যন্ত। ওই সময়ের মধ্যেই মন্দিরের দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Apr 30, 2025 09:05 IST
Digha Jagannath Temple LIVE: প্রাণ প্রতিষ্ঠার পরেই জগন্নাথের স্নান
আজ দিঘার মন্দিরে প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার পরেই হবে তাঁর স্নানযাত্রা এবং বস্ত্র পরিধানের প্রক্রিয়া। পুরীর মন্দিরের রাজেশ দয়িতাপতির নেতৃত্বাধীন পুরোহিতেরাই এই কাজ করবেন।
-
Apr 30, 2025 09:05 IST
Digha Jagannath Temple LIVE:দেবতার সর্বাঙ্গে কুশের স্পর্শ
জানা গিয়েছে, আজ মন্দিরের রুদ্ধ দরজার ভিতরেই হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। মাহেন্দ্রক্ষণ সকাল ১১:১০ থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে দেবতার সর্বাঙ্গে কুশ স্পর্শ করবেন পুরোহিতেরা।
-
Apr 30, 2025 09:05 IST
Digha Jagannath Temple LIVE:পাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠায় ইসকনের সন্ন্যাসীরা
আজ দিঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন। জগন্নাথের সঙ্গে রাধা-কৃষ্ণের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা করা হবে। কাঠের জগন্নাথ দেবের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর মন্দিরের রাজেশ দয়িতাপতির নেতৃত্বাধীন পুরোহিতেরা। প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ বুধবার সকাল ১১:১০ থেকে ১১ঃ৩০ মিনিট।
-
Apr 30, 2025 08:57 IST
Digha Jagannath Temple LIVE:জগন্নাথ দর্শনে যেতে পারেন দিলীপ
সময় পেলে তিনিও দিঘায় (Digha) নবনির্বিত জগন্নাথ দেবের মন্দিরে (Jagannath Temple) যাবেন বলে জানিয়ে দিলেন BJP নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন। রাজ্যের তরফে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি ছাড়াও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি অন্যান্য দলের নেতা-নেত্রীদেরও দিঘার মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিস্তারিত পড়ুন- Digha Jagannath Temple: 'সময় পেলে জগন্নাথ দর্শনে যাব, সৌজন্যের ব্যাপার, সরকার ডেকেছে', বললেন দিলীপ
-
Apr 30, 2025 08:23 IST
Digha Jagannath Temple LIVE:এলইডি স্ক্রিনে মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান বিভিন্ন জায়গায় বড় এলইডি স্ক্রিন লাগিয়ে দেখানো হবে। তিনি তাঁর নিজের দলের প্রতিটি জেলার সভাপতিদের এই ব্যবস্থা করতে আগেই নির্দেশ দিয়েছিলেন। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বড় বড় এলইডি স্ক্রিন লাগিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান সম্প্রচার করা হবে আজ। তৃণমূল সুপ্রিমোর নির্দেশে একাধিক জেলায় জগন্নাথ দেবের ভোগ বিতরণের ব্যবস্থাও থাকছে।
-
Apr 30, 2025 08:20 IST
Digha Jagannath Temple LIVE: নজরকাড়া উদ্বোধনী অনুষ্ঠান
আজ দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তারকার সমাহার। তৃণমূলের একঝাঁক তারকা নেতা,মন্ত্রী সাংসদ বিধায়করা তো থাকবেনই, তাঁরা ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীদেরও মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেব, জুন, রচনাদের পাশাপাশি গায়ক নচিকেতা চক্রবর্তী থেকে শুরু করে জিৎ গাঙ্গুলী, অদিতি মুন্সিরা গান গাইবেন। নৃত্য পরিবেশনে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়কে।