Digha Rath Yatra: রথযাত্রার বাকি আর মাত্র কয়েকটি দিন, দিঘায় আগেভাগে সেরে নেওয়া হল 'বড়সড় কর্মযজ্ঞ'

Rath Yatra 2025: সামনেই রথযাত্রা। জগন্নাথ দেবের মন্দির তৈরির পর এই প্রথম রাজ্যের সমুদ্র নগরীতে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। সৈকত শহরে সাজো সাজো রব।

Rath Yatra 2025: সামনেই রথযাত্রা। জগন্নাথ দেবের মন্দির তৈরির পর এই প্রথম রাজ্যের সমুদ্র নগরীতে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। সৈকত শহরে সাজো সাজো রব।

author-image
Debanjana Maity
New Update
Digha Rath Yatra rehearsal,  three chariots trial pull,  Masir Bari route,  police civic security  ,administrative preparation , issues identified and resolved  ,new Jagannath temple,দিঘা রথযাত্রা মহড়া,  তিনটি রথ পরীক্ষামূলক টানা,  মাসির বাড়ি রাস্তা , পুলিশ এবং সিভিক নিরাপত্তা,  প্রশাসনিক প্রস্তুতি  ,সমস্যা চিহ্নিত ও সমাধান,  নতুন জগন্নাথ মন্দির,Rath Yatra 2025

Digha Rath Yatra 2025: দিঘায় রথের মহড়া।

Digha Rath Yatra: হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী ২৭ জুন রথযাত্রা। দিঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হওয়ার পর এই প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রা ঘিরে রাজ্যের সৈকত নগরীতে সাজো সাজো রব। প্রশাসনিক মহলেও চূড়ান্ত ব্যস্ততা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকবেন দিঘার প্রথম রথযাত্রার অনুষ্ঠানে। রথযাত্রার আগের দিনই দিঘায় পৌঁছে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisment

এদিকে, রথযাত্রার আগে রথের মহড়া হয়ে গেল দিঘায়। পুলিশ প্রশাসন ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের উপস্থিতিতে হয়েছে সেই মহড়া। পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের দিয়ে রথের রশিতে টান দেওয়া হয় শুক্রবার। গতকাল মন্দিরের ৬ নম্বর গেট থেকে রথ নিয়ে যাওয়া হয়েছিল। পরে আবার নির্ধারিত জায়গায় ফিরিয়ে আনা হয় তিনটি রথ। সমুদ্র শহর দিঘার মাটিতে এই প্রথম গড়াবে রথের চাকা। তাই সুশৃঙ্খলভাবে যাতে রথে চেপে জগন্নাথ তাঁর মাসির বাড়িতে যেতে পারেন তার আগে এই মহড়া বলে দাবি প্রশাসনের। 

শান্তিপূর্ণভাবে যাতে দিঘায় রথযাত্রা পালন করা যায় তার জন্য দফায় দফায় বৈঠক করছেন প্রশাসন সহ ইসকনের কর্তারা। পূর্ব মেদিনীপুর জেলা ও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা দফায় দফায় দিঘায় আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর মন্ত্রিসভার অনেকেই দিঘায় গিয়ে রথযাত্রার প্রস্তুতি পর্ব সারছেন। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: দিল্লির AIIMS-এ ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখন কেমন আছেন সাংসদ? এল বড় খবর!

রথযাত্রার সময় দিঘার রাস্তায় দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধের মধ্যে পড়তে না হয় সেব্যাপারে বিশেষভাবে সতর্কতা নেওয়া হয়েছে। গোটা সমুদ্র নগরীতেই কড়া সুরক্ষার বন্দোবস্ত থাকছে। রথ যাওয়ার রাস্তার দু'দিকে পর্যাপ্ত জায়গা রাখার বন্দোবস্ত করা হয়েছে। দিঘা জগন্নাথ ধামের ট্রাস্টি বোর্ডের সদস্য তথা কলকাতা ISKCON-এর সহ সভাপতি রাধারামন দাস বলেন,"প্রভুর মাসির বাড়ি যাওয়ার জন্য সুসজ্জিত রথগুলি ঠিকঠাক রয়েছে কিনা তা দেখে নেওয়ার জন্য তিনটি রথ গড়িয়ে দেখে নেওয়া হয়।"

আরও পড়ুন- Birbhum News: ভয়াবহ বোমা বিস্ফোরণ, বীরভূমের গ্রামে চ্ছিন্নভিন্ন দেহ, বীভৎস পরিস্থিতিতে হাহাকার

Digha Rath yatra Digha Jagannath Temple