Lok Sabha Election 2024: চতুর্থ দফার লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) আর তিন দিন বাকি রয়েছে। তার আগে বৃহস্পতিবার পুলিশের বিরুদ্ধেই যেন বিদ্রোহ ঘোষণা করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের BJP প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি এদিন বর্ধমান থানার আই-সি কে জুতিয়ে লম্বা করে দেওয়া ও রাস্তায় আইসি-র কাপড় খুলে নেওয়ারও হুঁশিয়ারি দিলেন । BJP প্রার্থীর এমন হুঁশিয়ারি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল নেতৃত্ব যদিও দিলীপ ঘোষের এই হুঁশিয়ারিকে পরাজয়ের আগের 'পাগলামি' বলে কটাক্ষ করেছে।
পুলিশের প্রতি দিলীপ ঘোষের এহেন হুঁশিয়ারির 'কারণ' বুধবার সন্ধ্যেয় বর্ধমানের বীরহাটার একটি ঘটনা। ওই দিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সেখানে রোড শো করতে গেলে পুলিশ তা আটকে দেয়। তা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশ বচসা ও ধস্তাধস্তি হয়। এতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা পুলিশ সুপার আমন দীপ বলেন, "অনুমতি ছাড়াই রোড শো হচ্ছিল। তাই পুলিশ আটকে দিয়েছে।"
তবে পুলিশের বাধায় রোড শো করতে না পেরে দিলীপ ঘোষ চটে লাল হয়ে যান। পুলিশের বিরুদ্ধে গতকালের ক্ষোভই আজ উগরে দিয়েছেন দাপুটে এই বিজেপি নেতা। দিলীপ ঘোষ এদিন বলেন, "পুলিশ শুধু আমাদের প্রোগ্রাম ক্যানসেল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিন দশ দিন বসে এটা করে গেছেন। ওদের কাছে লোক নেই। শুধু পুলিশ আছে। আমি এবারে বিডিও, ডিএম ঘেরাও করব।"
আরও পড়ুন- Sandeshkhali: ধর্ষণ-যৌন নির্যাতনের অভিযোগ মিথ্যা? সন্দেশখালির ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি!
এরপরেই বর্ধমান থানার আইসি-কে নিশানা করে দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওর বাপের জমিদারি নাকি? জুতিয়ে লম্বা করব ওকে। আইসি হয়েছে? কাপড় খুলে দেব রাস্তায় নিয়ে এসে। দিলীপ ঘোষ ৫ বছর এখানে থাকবে। ও (আই সি) ভেবেছে, এমন চামচাবাজি করে চলবে। কতবড় চামচা হয়েছে। আমি ওকে দেখছি। আইসি কে রাস্তায় ধরব।যদি প্যান্ট না খুলে দিতে পারি, আমি দিলীপ ঘোষ নই। কাল ট্রেলার দেখেছে । ওর কোনও মা-বাপ বাঁচাতে পারে দেখব। বালিচোর, গরু চোর নেতা ভেবেছে নাকি? এবারে ওকেই টার্গেট করব।"
দিলীপ ঘোষ বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা-কে জানান, আইসি এবং এক এসআই সুব্রত দেওয়ানের নামে অভিযোগ জানাতে। একইসঙ্গে তিনি বলেন, “এসআই নাকি খুব বড় হিরো? সে আমাদের ক্লাস নিচ্ছে। আর বালিওয়ালাদের কাছ থেকে টাকা নিচ্ছে। দু'মাস পরে আমি বর্ধমানে থাকব। মমতা থাকবে না। অভিষেক থাকবে না। দিলীপ ঘোষকে চেনে না। তোর কোন মা-বাপ বাঁচায় আমি দেখব।"
জেলা সভাপতিকে ওই নির্দেশ দেওয়ার পরেই দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন,“আমার প্রচার হয়ে গেছে। আমি এবারে পুলিশ অফিসারের নাম দিয়ে কমপ্লেন করব। দরকার হলে পুলিশকে থানায় আটকে রেখে দেব। থানা থেকে বেরতে দেব না।"