সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে বলতে গিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে। কোচবিহারের কোতয়ালী থানায় দায়ের হল এফআইআর। স্থানীয় তৃণমূল নেতা খোকন মিঞা থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে, বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলা হয়েছে।
সিএএ ঘিরে দেশব্যাপী তরজা। বাংলাতেও ব্যাপক আন্দোলন হচ্ছে। সিএএ বিরোধী আন্দোলনের জেরে এই রাজ্যে ট্রেন, বাস পুড়েছে। ভাঙচুর করা হয়েছে সরকারি সম্পত্তি। যার তীব্র নিন্দা করেছিল বিজেপি। রাজ্যের বিভিন্নপ্রান্তে অভিনন্দন যাত্রাতেও সরকারি সম্পত্তিতে হামলাকারীদের নিশানা করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এই হামলাকারীরা ভারতের নাগরিক হতে পারে না। ক্ষমতায় এলে গুলি করে মারা হবে।' গত বৃহস্পতিবার সিএএয়ের পক্ষে কোচবিহারের দলীয় সভাতেও সেই কথারই পুনরাবৃত্তি করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা গেরুয়া দলের রাজ্য সভাপতি।
দিলীপ ঘোষের এই মন্তব্যকেই 'উস্কানিমূল' বলে দাবি করেছে তৃণমূল। এই মন্তব্যের জেরে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে জোড়া-ফুল শিবির। কোচবিহারের তৃণমূল নেতা খোকন মিঞা বলেন, 'বারে বারে এই ধরনের অশ্লীল মন্তব্য করে অশান্তির উস্কানি দিচ্ছেন তিনি। যা মেনে নেওয়া যায় না। তাই কোতয়ালী থানায় এফআইআর করেছি ওঁর বিরুদ্ধে। পুলিশ তদন্ত করে দিলীপ ঘোষকে গ্রেফতার করুক।' একে কাজ না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন এই তৃণমূল নেতা।
আরও পড়ুন: ‘দেশে কমিউনিস্টদের মারা শুরু হয়েছে, মনে হয় পাওনা আছে’, জেএনইউকাণ্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ
এইআইআরে উল্লেখ, '২২ তারিখের সভায় সাংসদ দিলীপ ঘোষ এক বিশেষ সম্প্রদায়ের মানুষদের হুমকি দিয়েছেন। যা সংবিধান বিরোধী ও উস্কানিমূলক। তাঁর মন্তব্যে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে। এই ধরনের মন্তব্য অপরাধ। তাই প্রকৃত তদন্ত করে অপরাধীকে গ্রেফতার করা হোক।'
তৃণমূলের অভিযোগ উড়িয়ে পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'উস্কানির' অভিযোগ করেছে বিজেপি। কোচবিহারের বিজেপি নেত্রী মালতি রাভা বলেন, 'সিএএয়ের প্রতিবাদ করে একাংশের মানুষকে হামলার ইন্ধন যোগাচ্ছেন দিদি। দিলীপবাবু কোনও বিশেষ সম্প্রদায়কে নয়, নয়া আইনের প্রতিবাদ করে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছেন। তাতে তৃণমূলের অসুবিধা কোথায়?'
‘গুলি মন্তব্যে’ এর আগেও ঘরে-বাইরে অস্বস্তিতে পড়েছেন দিলীপ ঘোষ। দিলীপের এই মন্তব্যের নিন্দায় সরব হন বিজেপিরই সাংসদ বাবুল সুপ্রিয়। টুইটারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘‘দিলীপ ঘোষ যা বলেছেন, তাতে বিজেপির কোনও সম্পর্ক নেই। এটা তাঁর কল্পনাপ্রসূত মন্তব্য। আসাম, উত্তরপ্রদেশে আমাদের সরকার কখনই কোনও কারণেই মানুষের উপর গুলি চালায়নি। খুবই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপদা’’।
এছাড়া, রানাঘাট থানায় মেদিনীপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা।