Advertisment

'বস্তির কালচার তৃণমূলে, সর্বভারতীয় লিখলেও ওঁরা কুয়োর ব্যাঙ', কটাক্ষ দিলীপের

অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh criticize mamata banerjee

আবারও দিলীপের নিশানায় মমতা।

অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগায় এবার তৃণমূলের 'যুবরাজ'কে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ। ''ওটা বস্তির পার্টি, বস্তির কালচার নিয়েই চলছে। এই ধরনের শব্দ তো ওঁরা প্রয়োগ করবেই।'' দিন কয়েক আগেই সিজিও কমপ্লেক্সে কয়লা কাণ্ডে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরু্দ্ধে তোপ দেগে তাঁকে 'সবচেয়ে বড় পাপ্পু' বলে কটাক্ষ করেছিলেন অভিষেক। রবিবাসরীয় সকালে তারই পাল্টা দিলেন দিলীপ।

Advertisment

আবারও দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল। কয়লা-কাণ্ডের তদন্তে গত শুক্রবারই সিজিও কমপ্লেক্সের দফতরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ডেকে পাঠায় ইডি। একটানা কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে সিজিও থেকে বেরনোর মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। 'সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ', বিজেপির শীর্ষ নেতাকে বিঁধে সেদিন তুলোদনা করেন অভিষেক।

তাঁকে বারবার ডেকে পাঠানোর পিছনে আবারও রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এদিন তারই পাল্টা আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ তুলোধনা করেন তৃণমূলকে। এরই পাশাপাশি তাঁর রোষের মুখে পড়েছেন অভিষেকও।

আরও পড়ুন- লাল দুর্গে ধুন্ধুমার, আশার আলো দেখছে CPIM, ফায়দার অঙ্কে চোখ TMC-র

দিলীপ ঘোষ এদিন বলেন, ''ওটা বস্তির পার্টি, বস্তির কালচার নিয়েই চলছে। সর্বভারতীয় লিখলেও কুয়োর ব্যাঙই থাকবে ওরা। সংস্কৃতি বলতে ওঁদের কী কিছু আছে?'' অভিষেক বন্দ্যোপাধ্যাকে আক্রমণের পাশাপাশি এদিন দিলীপ ঘোষের রোষের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের অন্য নেতারাও। এর আগে শিশির অধিকারীকে নিয়েও কটাক্ষ করেছেন তৃণমূলের নেতারা।

আরও পড়ুন- চিটফান্ড মামলায় TMC MLA-র বাড়িতে CBI, হানা বিধায়কের পুরপ্রধান ভাইয়ের বাড়িতেও

এদিন সে প্রসঙ্গেও মুখ খুলেছেন দিলীপ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, ''পশ্চিমবঙ্গে আমাদের বলিষ্ঠ রাজনীতিবিদদের একজন শিশিরবাবু। তৃণমূলেরই সাংসদ উনি, কংগ্রেস থেকে এসেছেন। তাঁদের বাপ ঠাকুরদার আগে থেকে উনি রাজনীতি করছেন। তাঁকে নিয়েও কী ধরনের শব্দ প্রয়োগ করেছেন ওঁরা?''

tmc Mamata Banerjee dilip ghosh abhishek banerjee
Advertisment