Dilip Ghosh: দিলীপ ঘোষকে নিয়ে হুলস্থূল কাণ্ড, মেজাজ হারিয়ে ঝাঁঝালো আক্রমণে দাপুটে রাজনীতিবিদ

Dilip Ghosh: ফের খবরের শিরোনামে বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিনের ঘটনা নিয়ে 'রাজনীতি'র অভিযোগ এনেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

Dilip Ghosh: ফের খবরের শিরোনামে বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিনের ঘটনা নিয়ে 'রাজনীতি'র অভিযোগ এনেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh

Dilip Ghosh: দিলীপ ঘোষ।

Dilip Ghosh faces protests in Kharagpur: এবার দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ঘিরে তুমুল বিক্ষোভ খড়গপুরে। নবনির্মিত ফুটপাতের উদ্বোধন করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে BJP-র প্রাক্তন সাংসদ। বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।

Advertisment

শুক্রবার খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এলাকায় যাওয়ার আগেই সেখানে আগেভাগে জড়ো হয়ে গিয়েছিলেন বেশ কিছু মহিলা। তিনি যেতেই তাঁকে ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। 'এতদিন কোথায় ছিলেন?', প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মহিলারা। তাঁদের সঙ্গে তুমুল বচসা শুরু হয়ে যায় দিলীপ ঘোষের। এমনকী উত্তপ্ত বাক্য বিনিময় পর্যন্ত হয়েছে। দিলীপ ঘোষের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনও রকমে বিক্ষোভ পরিস্থিতি সামাল দেন। বিক্ষোভকারী মহিলাদের দাবি, দিলীপ ঘোষ তাঁদের অপমান করেছেন। 

এদিকে তাঁকে ঘিরে এই বিক্ষোভের পেছনে 'রাজনীতি' দেখছেন দিলীপ ঘোষ। শাসকদল তৃণমূলকেই নিশানা করেছেন বিজেপি নেতা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, "এটা কোনও বিক্ষোভ নয়। এরা হচ্ছে সুবিধাভোগী। ৫০০ টাকা নিয়ে ঘেউ ঘেউ করছে। যারা ঘেউ ঘেউ করবে দিলীপ ঘোষ তাঁদের বাপ তুলেই বলবে। ৫০০ টাকার চাকররা কিছু করতে দেয় না শুধু ঘেউ ঘেউ করে।"

আরও পড়ুন- West Bengal News Live: পার্থর বিরুদ্ধে 'রাজসাক্ষী' হয়েছেন তাঁর জামাই কল্যাণময়, এরপরেই বড় পদক্ষেপ ED-র

Advertisment

এই ঘটনা নিয়ে পরে একটি সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ আরও বলেছেন, "খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের জলা জায়গার উপর বাড়ি করেছে। আমি একটা ফুটপাত আমার টাকাতেই তৈরি করেছিলাম। সেটারই উদ্বোধন করতে গিয়েছিলাম। ওখানে স্থানীয় যে কাউন্সিলর আছে তারই নির্দেশে কিছু মহিলা এসে বিক্ষোভ দেখায়। এই প্রদীপ সরকার যখন চেয়ারম্যান ছিল তখন আমি MLA ছিলাম। এখনও খড়গপুর পুরসভা আমার টাকায় অনেক প্রকল্পের কাজ আটকে রেখেছে।"

আরও পড়ুন- Howrah Accident: কলকাতার কাছেই ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজে উল্টে গেল গাড়ি, সটান নিচে পড়ে মৃত ৪

উল্লেখ্য, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। দিন কয়েক আগেই বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির অন্যান্য বিধায়কদের সঙ্গে দেখা করে এসেছেন দিলীপ ঘোষ। বিজেপি বিধায়করা দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে চেয়েছেন। দিলীপ ঘোষও তাঁদের আশ্বস্ত করেছেন। 

অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি বাছাইয়ের তোড়জোড় চলছে। গুঞ্জন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ চাইছেন সুকান্ত মজুমদারকে রেখে দিয়েই আগামী বিধানসভা ভোটের লড়াইয়ে নামতে। তবে কোনও কোনও পক্ষ নতুন সভাপতি ঠিক করতেই তৎপর। কেউ কেউ আবার দিলীপ ঘোষকেই ফের একবার বঙ্গ বিজেপির দায়িত্বে দেখতে চাইছেন। তবে এসবে কান দিতে নারাজ দাপুটে রাজনীতিবিদ দিলীপ। ছাব্বিশের নির্বাচনেও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকেই নেতৃত্ব দিতে মুখিয়ে তিনি। 

protest bjp tmc news of west bengal news in west bengal Bengali News Today dilip ghosh