Advertisment

'চোর-চোর' স্লোগানে চটে 'লাল' দিলীপ, বুকে পা তুলে দেওয়ার শাসানি BJP নেতার

শুক্রবার সকালে বেলদায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি নেতা দিলীপ ঘোষকে।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp dilip ghosh criticize tmc

দিলীপ ঘোষ।

ফের দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার আগে তাঁর গেষ্ট হাউসের সামনে জড়ো হন বেশ কিছু তৃণমূলকর্মী। দিলীপ ঘোষ বেরোতেই তাঁকে ঘিরে ওঠে 'গো ব্যাক' স্লোগান। অনেককে 'চোর-চোর' বলেও চিৎকার করতে শোনা যায়। এতেই ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীদের বুকে পা তুলে দেওয়ার শাসানি বিজেপি নেতার।

Advertisment

শুক্রবার সকালে বেলদায় হুলস্থূল। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বেরোতেই তাঁকে ঘিরে স্লোগান শুরু করেন তৃণমূলকর্মীরা। ১০০ দিনের কাজের টাকা কেন আটকে রেখেছে কেন্দ্র? এই প্রশ্ন তুলে দিলীপ ঘোষের উদ্দেশ্যে ওঠে 'গো-ব্যাক' স্লোগান। কয়েকজন তৃণমূলকর্মী দিলীপ ঘোষকে দেখে 'চোর-চোর' বলেও চিৎকার জুড়ে দেন। এতেই বেজায় ক্ষুব্ধ হয়ে পাল্টা বিক্ষোভকারীদের দিলীপ ঘোষ বলেন, ''সকাল সকাল উঠেই চোরেদের মুখ দেখতে হল। এবার পুরো দিনটাই খারাপ যাবে।'' এমনকী বিক্ষোভকারীদের বুকে পা তুলে দেওয়ারও শাসানি দেন বিজেপি নেতা।

আরও পড়ুন- ফের আতঙ্ক ফিরল বউবাজারে, মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আসছেন। রাজ্যে ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ সরকারের। শুধু ১০০ দিনের কাজের টাকাই নয়, এরাজ্যে চলা একাধিক কেন্দ্রীয় প্রকল্পে প্রয়োজনীয় টাকা কেন্দ্র দিচ্ছে না বলে বারবার অভিযোগ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এব্যাপারে দিল্লি দরবারও করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও রাজ্যের বকেয়া টাকা নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

এদিন এই ইস্যুতেই দিলীপ ঘোষকে সামনে পেয়ে স্লোগান দিতে শুরু করেন তৃণমূলকর্মীরা। কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ রাখা নিয়েই সোচ্চার হতে দেখা যায় তৃণমূলকর্মীদের। দিলীপ ঘোষকে সামনে পেয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। পাল্টা দিলীপ ঘোষও তাঁর স্বাভাবসিদ্ধ ঢঙে জবাব দিতে শুরু করেন। বিক্ষোভকারীদের জবাব দেওয়ার পাশাপাশি তিনি এদিন তাঁদের চায়ের আড্ডায় বসার আমন্ত্রণও জানিয়েছেন।

dilip ghosh bjp tmc
Advertisment