West Bengal News Highlights : 'আপনাকে ভরসা করে আর কত ঠকবে মানুষ?', মুখ্যমন্ত্রীকে তুলোধনা সুকান্তর

West Bengal News Highlights 17 April, 2025:রাজ্য তথা দেশের সব বড় খবরের দুরন্ত আপডেট পড়ুন। দিনভর কোথায় কী? এক ক্লিকে পেয়ে যান সব আপডেট।

West Bengal News Highlights 17 April, 2025:রাজ্য তথা দেশের সব বড় খবরের দুরন্ত আপডেট পড়ুন। দিনভর কোথায় কী? এক ক্লিকে পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

News in West bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights :মুর্শিদাবাদে হিংসার কারণে ঘরছাড়াদের নিয়ে এবার রাজভবনে গেলেন BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যারা মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তাঁদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে বলে দাবি সুকান্ত মজুমদারের। মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় স্থায়ীভাবে BSF ক্যাম্প তৈরির দাবি সুকান্ত মজুমদারের। রাজ্যপাল মুর্শিদাবাদে যেতে চান, তবে এক্ষেত্রে একটু সময় নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে সুকান্ত বলেন, "উনি তো সেকুলারিজমের বড় নেত্রী। রাজ্যপালকে বারণ করছেন কেন? উনি কি লুকোতে চান কিছু?" মুখ্যমন্ত্রী আজ ফের একবার তাঁর উপরে ভরসা রাখার কথা বলেছেন, এপ্রসঙ্গেও তাঁকে রীতিমতো কটাক্ষ ছুঁড়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, "'আপনাকে ভরসা করে আর কত ঠকবে মানুষ?'।

Advertisment

অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্দিষ্ট করে যাঁদের 'দাগি' হিসেবে চিহ্নিত করা যায়নি কেবলমাত্র তাঁরাই আপাতত স্কুলে যেতে পারবেন। বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের আরও স্পষ্ট নির্দেশ, "আগামী ৩১ মে-র মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলবে। সেই নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে সরকারকে।" একসঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ার জেরে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সংকট তৈরি হয়। সেই সংকট নিরসনে 'যোগ্য'দের যাতে আপাতত চাকরিতে বহাল রাখা যায় সেই আবেদন জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের সেই আবেদনে আপাতত খানিকটা সাড়া দিল সুপ্রিম কোর্ট।

ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) অন্তর্বর্তী রায়ে আজ তিনটি নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এক, যেসব সম্পত্তি ইতিমধ্যেই আদালত ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করে দিয়েছে সেগুলি আর ওয়াকফ সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। দ্বিতীয়ত, যেসব ওয়াকফ সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব রয়েছে সেখানে ডিএম নিজের প্রক্রিয়া চালাবেন। তবে তাঁর সিদ্ধান্ত কার্যকর হবে না। তিন, ওয়াকফ বোর্ড ও ওয়াকফ পরিষদে পদাধিকার বলে কোনও সদস্যকে নিয়োগ করা যাবে। কিন্তু অন্য সদস্যরা মুসলিম সমাজেরই প্রতিনিধি হতে হবে। গতকাল সুপ্রিম কোর্টের এই প্রস্তাবের বিরোধিতা করেছে কেন্দ্র। বৃহস্পতিবার দুপুরে এই মামলার শুনানি হবে।

  • Apr 17, 2025 20:29 IST

    West Bengal News Live: আইসি বদল

    সরিয়ে দেওয়া হল মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ থানার আইসিকে। জঙ্গিপুরের নতুন আইসি হলেন সুপ্রিয় রঞ্জন মাঝি। তিনি পূর্ব বর্ধমানের সদর ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর পদে ছিলেন। এরই পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর থানার আইসি পদে আনা হলো সুব্রত ঘোষকে। তিনি এর আগে পূর্ব মেদিনীপুরের ভূপতি নগর থানার সার্কেল ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। সেই সঙ্গে তমলুকের সার্কেল ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে স্বপন গোস্বামী কে। তিনি এর আগে পূর্ব মেদিনীপুরের ডিআইবি ইন্সপেক্টর ছিলেন।



  • Apr 17, 2025 17:07 IST

    West Bengal News Live:এখনই সরছে না কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

    মুর্শিদাবাদ থেকে এখনই সরছে না কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধুলিয়ানের পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে উচ্চ আদালত। এই কমিটিতে থাকবেন জাতীয় মানবাধিকার ও রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। কমিটিতে থাকবেন রাজ্য লিগাল সার্ভিস অথরিটির এক সদস্যও। গোটা ধুলিয়ানের পরিস্থিতি খতিয়ে দেখে, ঘরছাড়াদের পরিস্থিতি দেখে রিপোর্ট দেবে হাইকোর্টের এই কমিটি।



  • Advertisment
  • Apr 17, 2025 17:02 IST

    West Bengal News Live:বামেদের SSC ভবন অভিযান ঘিরে উত্তেজনা

    বামেদের SSC ভবন অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা সল্টলেকের করুণাময়ী চত্বরে। বৃহস্পতিবার করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বামেরা। যোগ্য শিক্ষকদের পুনরায় চাকরিতে বহাল ও এসএসসি দুর্নীতিতে দোষীদের শাস্তির দাবিতে মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র-যুব ও বামপন্থী মনোভাপন্ন শিক্ষক সংগঠন। করুণাময়ী থেকে মিছিল শুরু করেন বাম কর্মী-সমর্থকরা। মাঝপথে সেই মিছিল আটকে দিলে রাস্তাতেই বসে পড়েন বাম কর্মী সমর্থকরা। আন্দোলনকারীদের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।



  • Apr 17, 2025 16:53 IST

    West Bengal News Live:বজ্রপাতে মৃত ২

    মালদার পৃথক দুটি এলাকায় বাজ পড়ে মৃত্যু ২ জনের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার এবং মানিকচক এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ইংরেজবাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের এ.কে. গোপালন কলোনি এলাকায় কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় কৃষ্ণ দাস (২৪) নামে এক শ্রমিকের। এদিন মানিকচক থানার নারায়ণপুর চর এলাকায় বাজ পড়ে মৃত্যু হয় আরও এক নাবালিকার। মৃত নাবালিকার নাম বিপিয়া চৌধুরী (১৫)। এদিন সকালে ঝড়-বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে গিয়ে আচমকায় বাজ পড়ে মৃত্যু হয় ওই নাবালিকার, এমনই দাবি পরিবারের।



  • Apr 17, 2025 15:12 IST

    West Bengal News Live:মুখ্যমন্ত্রীর অভিযোগ ওড়ালেন ইশা

    কলকাতায় ইমামদের নিয়ে বৈঠকে নাম না নিয়েও দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। সামশেরগঞ্জ-ধুলিয়ান এলাকাটি আদতে মুর্শিদাবাদ জেলার আওতাধীন হলেও ওই দুই এলাকা মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের আওতাধীন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, সাম্প্রদায়িক সংঘর্ষের সময় ওই দুই এলাকায় দেখা যায়নি কংগ্রেস নেতাদের। 

    বিস্তারিত পড়ুন- Malda News: 'সামশেরগঞ্জে গিয়ে DG-র সঙ্গেও কথা বলেছি', মুখ্যমন্ত্রীর অভিযোগ ওড়ালেন ইশা



  • Apr 17, 2025 13:56 IST

    West Bengal News Live:একই পরিবারের তিনজন আত্মঘাতী

    একই পরিবারের ৩ জনের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হুগলির (Hooghly) গোঘাটে। বৃহস্পতিবার সাতসকালে মর্মান্তিক এই ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তিনটি মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোঘাট ২ নম্বর ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতের শালঝাড় গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা ছিলেন কাশীনাথ নন্দী (৫৫) ও তাঁর স্ত্রী মমতা নন্দী (৪৩) এবং তাঁর মা অনিমা নন্দী (৭০)। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তিনজনেরই মৃতদেহ উদ্ধার হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Hooghly News: ডাকাডাকিতেও সাড়া মেলেনি, বাড়িতে উঁকি দিতেই আঁতকে ওঠার মতো দৃশ্য দেখলেন প্রতেবেশীরা



  • Apr 17, 2025 12:52 IST

    West Bengal News Live:দিল্লির দরবারেও 'হতাশ' চাকরিহারারা

    দিল্লিতে যন্তর-মন্তরে ধরনা দেওয়ার পর প্রধানমন্ত্রীর দফতরে আবেদন জানিয়েও কোনও জবাব পাননি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শেষমেশ প্রধানমন্ত্রীর দফতর, রাষ্ট্রপতি ভবন এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর দফতরে স্মারকলিপি জমা দিয়েই তাঁরা কলকাতা ফেরার বাস ধরেছেন।



  • Apr 17, 2025 12:01 IST

    West Bengal News Live:চলন্ত ট্রেনে বর্ষবরণ উৎসব

    এক ভিন্ন ছবি দেখা গেল বনগাঁ-মাঝেরহাট লোকালে। বনগাঁ-মাঝেরহাট লোকাল স্টেশনে আসা মাত্রই একদল নিত্যযাত্রী ট্রেনের প্রথম কামরাটিকে ফুল দিয়ে সাজিয়ে ফেলেন। দীর্ঘ ১৮ বছর ধরে বাংলা নববর্ষের প্রথম বৃহস্পতিবার চলন্ত ট্রেনেই বর্ষবরণের উৎসব করে থাকেন নিত্যযাত্রীরা। যাত্রীদের শুভ কামনায় করা হয়ে থাকে গণেশ পুজোর আয়োজন। করোনা পরিস্থিতি এবং বেশ কিছু সমস্যার জন্য কিছুদিন সেই আয়োজন বন্ধ ছিল। ১৪৩২ বাংলা বর্ষের প্রথম বৃহস্পতিবার আবারও সেই পুরনো ছবি চোখে পড়লো। বনগাঁ-মাঝেরহাট লোকালের প্রথম কামরাটিকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। কামরার ভেতরেই আয়োজন করা হয়েছে গণেশ পুজোর। ট্রেনের সামনে রেল লাইনে নারকেল ফাটিয়ে ট্রেনের যাত্রা শুরু করা হয়। এমন দৃশ্য দেখে সাধারণ যাত্রীরা হতবাক, সকলে নিত্যযাত্রীদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। 



  • Apr 17, 2025 11:40 IST

    West Bengal News Live:দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে বড় খবর!

    পূর্ব মেদিনীপুরের দিঘায় (Digha) রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে সুবিশাল জগন্নাথ দেবের মন্দির (Jagannath Temple)। দিঘায় নতুন এই ধর্মক্ষেত্রের উদ্বোধন আগামী অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে। তার আগে নবান্নে জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের যাবতীয় বন্দোবস্ত নিয়ে সম্পূর্ণ একটি নির্দেশিকা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রী, সচিব ও দিঘার স্থানীয় প্রশাসনিক কর্তাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।। দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে রাজকীয় বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। 

    বিস্তারিত পড়ুন- Digha-Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর ক'দিনেই! তার আগে 'গুরুত্বপূর্ণ কাজ' সারলেন মুখ্যমন্ত্রী



  • Apr 17, 2025 11:24 IST

    West Bengal News Live:যোগ্যদের মুখে হাসি ফুটবে?

    রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। যাঁরা 'অযোগ্য' হিসেবে চিহ্নিত হননি আপাতত তাঁদের চাকরি যাতে বহাল থাকে সেই আবেদন জানানো হয়েছে সর্বোচ্চ আদালতে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের করা সেই আবেদনের শুনানি হতে পারে শীর্ষ আদালতে।



  • Apr 17, 2025 10:42 IST

    West Bengal News Live: কাল কম মেট্রো

    আগামিকাল গুড ফ্রাইডে (Good Friday)। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনগুলিতে কম সংখ্যক মেট্রো চালানো হয়। আগামিকালও অন্যান্য দিনের তুলনায় কম রেক চালাবে কলকাতা মেট্রোরেলওয়ে (Kolkata Metro) কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে আগেভাগে এই ব্যাপারে বিবৃতি জারি করে বিস্তারিত তথ্য জানানো হয়েছে মেট্রোরেলের তরফে। 

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এই খবর আগে পড়ুন! না হলে দুর্ভোগে পড়তে হতে পারে



  • Apr 17, 2025 10:19 IST

    West Benagl News Live:আজ মুর্শিদাবাদে মহিলা কমিশন

    জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। মুর্শিদাবাদের ধুলিয়ান ও সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় ওয়াকফ আইন নিয়ে হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতেই স্বতপ্রণোদিত হয়ে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় কমিশন। তারই ভিত্তিতে এই সফর। 



  • Apr 17, 2025 09:23 IST

    West Benagl News Live:বাড়িতে আগুন

    মধ্যরাতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বাড়িতে না থাকায় প্রাণে বাঁচলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রায়পুরে। এর আগেও তার বাড়িতে আগুন লাগানো হয় বলে অভিযোগ। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে আছে সোনারপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এলাকার বাসিন্দা নিমাই সরদারের দাবি এলাকায় দুষ্কৃতী সমাজ বিরোধী এবং নেশাখোরদের আনাগোনা বেড়েছে। অন্ধকার নামলেই এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় নেশার আসর বসে। তিনি কাল এই বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। মধ্যরাতে প্রতিবেশীদের কাছ থেকে আগুন লাগার খবর পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির মধ্যে থাকা চাষবাসের সরঞ্জাম, জামাকাপড়, খাবার ও কিছু নগদ টাকা। এর আগেও বছরখানেক আগে আগুন লাগানো হয়েছিল বলে অভিযোগ। ফের আগুন লাগানোর ঘটনায় আতঙ্কিত তিনি।



  • Apr 17, 2025 09:22 IST

    West Benagl News Live: রেল অবরোধ

    শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের উত্তর রাধানগর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ নিত্যযাত্রীদের। 
    বৃহস্পতিবার সকাল থেকেই রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন নিত্যযাত্রীরা। নিত্যযাত্রীদের অভিযোগ, ট্রেনে মহিলা কামরা বাড়ানো হয়েছে ফলে সাধারণ কামরা কমেছে এরই প্রতিবাদে উত্তর রাধানগর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ নিত্যযাত্রীদের। বন্ধ রয়েছে ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল। 



  • Apr 17, 2025 08:46 IST

    West Bengal News Live: ফের দিলীপের নিশানায় মমতা

    আবারও স্বভাবসিদ্ধ ঢঙেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act 2025) ইস্যুতে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল মুর্শিদাবাদে। তা ঘিরে সাম্প্রদায়িক সংঘর্ষ বেধে যায়। প্রাণহানি পর্যন্ত ঘটেছে। মুর্শিদাবাদের পাশাপাশি মালদহ, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে পথে নেমে চলেছে বেপরোয়া বিক্ষোভ। জায়গায়-জায়গায় সেই বিক্ষোভে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে। এই আবহে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন দিলীপ ঘোষ।

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'বেছে বেছে হিন্দু এলাকায় আক্রমণ, উগ্রপন্থীদের রাস্তায় নামিয়েছেন মুখ্যমন্ত্রী', তুলোধনা দিলীপের



  • Apr 17, 2025 08:18 IST

    West Bengal News Live: জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

    ভ্যাপসা গরম থেকে ভরপুর স্বস্তি মিলতে পারে আজই। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের জেলায়-জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি প্রবল ঝড়ের পূর্বাভাস আজ। শুধু দক্ষিণবঙ্গেই নয়, ঝড়-জলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সব মিলিয়ে আগামী কয়েক দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এসবই জানুন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:ভ্যাপসা গরম থেকে মিলবে রেহাই! জেলায়-জেলায় ঝড়-জলের সম্ভাবনা আজও



Murshidabad Violence Waqf bill WB SSC Scam Bengali News Today