/indian-express-bangla/media/media_files/2025/07/03/samik-dilip-2025-07-03-12-27-02.jpg)
Shamik Bhattacharya-Dilip Ghosh: শমীক ভট্টাচার্য ও দিলীপ ঘোষ।
Samik Bhattacharya-Dilip Ghosh: '২৬-এর লড়াইয়ের প্রধান সেনাপতি ঠিক করে ফেলেছে রাজ্য BJP। বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। দ্বিতীয়বারের মতো বিজেপি সভাপতি হওয়ার দৌড়ে খানিকটা হলেও নাম ভেসেছিল তাঁরও। তবে শেষমেষ তা হয়নি। দলে সহযোদ্ধা শমীকের উত্থান প্রসঙ্গে এবার মুখ খুললেন তাঁরই পূর্বসূরী দিলীপ ঘোষ।
অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃষ্টিতে বারবার বাধা পেতে হয়েছে তাঁকে। তখনই একটি দোকানে বসে সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন সাংসদ। দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নিয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ এদিন বলেছেন, "আমি যখন দলে এসেছিলাম তখন রাজ্যে জেনারেল সেক্রেটারি ছিলেন শমীক। নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। দুটো পদ একসঙ্গে দেওয়া যায় না। তাই ওকে তখন প্রেসিডেন্ট করেনি দল। আমাদের দলের দীর্ঘদিন ধরে উনি মুখপাত্র। ভালো কথা বলেন। দল মনে করেছে তাই ওকে দায়িত্ব দিয়েছে।"
তাঁর নিজেরও ফের একবার দলের রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে নাম ছিল। সে কথা বিলক্ষণ জানেন দিলীপও। তবে শেষমেষ বঙ্গ বিজেপির সভাপতির দৌড় থেকে ছিটকে যেতে হয় দাপুটে এই রাজনীতিবিদকে। এদিন সেই প্রসঙ্গের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি কোনও দৌড়ে থাকেন না, তবে জেলায় জেলায় ঘুরে বেড়ান। দলের কর্মীদের সঙ্গে নিয়মিত তারঁ যোগাযোগ থাকে। আপাতত এটাই তাঁর কাজ বলে তিনি স্পষ্ট করেছেন।