weekend getaway:বর্ষায় বেড়ানোর 'সেরার সেরা' ডেস্টিনেশন! দিন দু'য়েকের ছুটিতে ঢুঁ মারুন কলকাতার কাছের এতল্লাটে

monsoon trip: ভরা বর্ষায় এই এলাকার অপরূপ শোভায় মন মোহিত হবেই। দিন দু'য়েকের ছুটিতে ঘুরে আসতেই পারেন কলকাতার কাছের অসাধারণ এই এলাকা থেকে।

monsoon trip: ভরা বর্ষায় এই এলাকার অপরূপ শোভায় মন মোহিত হবেই। দিন দু'য়েকের ছুটিতে ঘুরে আসতেই পারেন কলকাতার কাছের অসাধারণ এই এলাকা থেকে।

author-image
Nilotpal Sil
New Update
Bhatinda Falls Dhanbad monsoon trip,Bhatinda Waterfall weekend getaway Kolkata,Dhanbad Bhatinda Falls how to reach,three tier waterfall Bhatinda Jharkhand,Bhatinda Falls picnic spot near Kolkata,ভাটিন্ডা জলপ্রপাত ধানবাদ,ঈদার দিনে ভাটিন্ডা ট্রিপ,ধানবাদ জলপ্রপাত কিভাবে যাবেন,ভাটিন্ডা তিন স্তরের জলপ্রপাত,কলকাতা কাছাকাছি ভাটিন্ডা বিরতিদিবস, weekend getaway,weekend trip

weekend getaway: কলকাতার কাছেই অপূর্ব এই এলাকায় বেড়িয়ে আসুন।

weekend getaway from Kolkata: দিন কয়েকের জন্য বেড়াতে যাবেন ভাবছেন? ইচ্ছে থাকলেও এখনই অফিস থেকে বড় ছুটি ম্যানেজ করা কিছুতেই সম্ভব হচ্ছে না? দিন দু'য়েকের ছুটি ম্যানেজ করতে পারবেন? তাহলেই এই ভরা বর্ষায় আপনি ঘুরে আসতে পারেন কলকাতার কাছেই অপূর্ব অসাধারণ এই এলাকা থেকে। বর্ষায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য ভাষায় প্রকাশ কঠিন।

Advertisment

ঘুরে আসুন ঝাড়খণ্ডের ধানবাদের ভাটিণ্ডা জলপ্রপাত থেকে। এই তল্লাটের অসাধারণ শোভা আপনার মন ভরিয়ে তুলবে। এখানকার সবুজে সবুজ বনভূমি এবং পাহাড়ি প্রান্তরের পাথুরে ভূখণ্ড ফটোগ্রাফির জন্য একেবারে ইউনিক চয়েজ হতেই পারে। সপ্তাহান্তে দিন কয়েকের ছুটিতে এই ভাটিণ্ডা জলপ্রপাত এলাকায় ঝটিকা সফর আপনার দারুণ এক অভিজ্ঞতা হতে পারে।

আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে ভালোবাসেন তাহলে এই ভাটিণ্ডা জলপ্রপাত এবং এর আশেপাশের এলাকা আপনার চমৎকার একটি গন্তব্য হতে পারে। এখানকার মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে। ধানবাদের এই এলাকাটি দিন কয়েকের বেড়ানোর জন্য দারুণ একটি জায়গা। জলপ্রপাতের আশেপাশের অঞ্চলে ট্রেকিং এবং এখানকার সমৃদ্ধ জীববৈচিত্র্য কাছ থেকে দেখার সুযোগ মিলবে। 

স্থানীয় প্রশাসন ভাটিণ্ডা জলপ্রপাত এবং তার আশেপাশের এলাকায় পরিবেশ সংরক্ষণের উপর জোর দিয়েছে। পর্যটকদের আরও বেশি আকর্ষণ বাড়াতে এখানে নানা রকমের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

Advertisment

আরও পড়ুন- weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে!

 ভাটিণ্ডা জলপ্রপাত এবং আশেপাশের এলাকা ঘুরে দেখার জন্য সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। যদিও এখন বছরভর এখানে পর্যটকরা ভিড় জমান। হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন ধানবাদের অন্যান্য দর্শনীয় বেশ কয়েকটি স্থানও। এখান থেকেই ঘুরে আসতে পারেন তোপচাঁচি হ্রদ কিংবা মাইথন বাঁধ থেকে।

আরও পড়ুন- Weekend getaway:বর্ষায় কলকাতার কাছের এপ্রান্ত যেন ক্যালেন্ডারে টাঙানো ছবি! একদিনের ছুটিতেই বেরিয়ে আসতে পারেন

ধানবাদ রেল স্টেশন থেকে এই এলাকার দূরত্ব মেরেকেটে ১৪ কিলোমিটারের মত। সবুজ এবং দুর্গম পাহাড়ের মাঝে অবস্থিত এই এলাকা। এই ভাটিণ্ডা জলপ্রপাতকে স্থানীয়রা মুনিডিহ জলপ্রপাতও বলে থাকেন। কলকাতার দিক থেকে এই ভাটিণ্ডা জলপ্রপাত দেখতে যেতে হলে আপনাকে ট্রেনে কিংবা গাড়িতে ধানবাদ পৌঁছে যেতে হবে।

আরও পড়ুন- weekend trip: বর্ষায় কলকাতার কাছের এই সমুদ্র পাড়ের অনিন্দ্যসুন্দর রূপ লজ্জায় ফেলে সুন্দরী রমণীদেরও

পড়শি রাজ্য ঝাড়খণ্ডের এই ধানবাদ থেকে যাওয়া যাবে ভাটিণ্ডা জলপ্রপাত এলাকায়। ট্রেনে গেলে ধানবাদ স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে নিন। গাড়িতে গেলে ধানবাদ থেকে সোজা চলে যান ভাটিণ্ডা জলপ্রপাত এলাকায়। কলকাতা থেকে এই এলাকার দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটারের মতো।

jharkhand travel Weekend Tour Bhatinda Falls