Dilip Ghosh Wedding: অবশেষে সংসারী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পরিচিত রিঙ্কু মজুমদারের সঙ্গে নিউটাউনের বাড়িতে হিন্দু শাস্ত্র মতে বিয়ে। দু'জনের মন দেওয়া-নেওয়ার পর্বের শুরুটা ঠিক কবে? কীভাবে আলাপ দু'জনের? বিয়ের প্রস্তাবই বা কে কাকে দিলেন? হঠাৎ বিয়ের সিদ্ধান্ত কেন নিলেন দিলীপ ঘোষ? সংবাদমাধ্যমকে অকপটে জানালেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার।
সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ বলেন, "সবই দায়িত্ব পালন হয়ে গেছে। জীবনে বিয়েটাই বাকি ছিল। এটার জন্য যেন পরেরবার যেন পৃথিবীতে আসতে না হয়। বাকি সব হয়ে গেছে। শুধু এটাই বাকি ছিল। ভাবলাম এটাও হয়ে যাক। এবার মায়ের দায়িত্ব পালন করা হয়নি। এবার মায়ের দায়িত্ব পালন করব। ৬ বছর বয়স থেকে বাড়িছাড়া। মায়ের সেবা করব। মা আমার কাছে থাকতে এসেছেন। আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ার লোকও নেই। এবার সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল। রাজনীতি যেমন করছি করব। দল যে কাজ দেবে সেটা করব। এখন মা আছে, আমি আর তৃতীয় একজন এলেন। বাকি আমার ভাই ও তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব যেটা পালন করার সেটা করেছি। মাকেও দেখার দরকার ছিল। তাই আমাকে এটা করতে হল।"
এদিকে দিলীপ ঘোষকে স্বামী হিসেবে পেয়ে আনন্দে আপ্লুত রিঙ্কু মজুমদারও। তিনি বলেন, "এটা আমার কাছে সোনার সুযোগ। একুশের ভোটের আগে ইকো পার্কে তখন কথাবার্তা হতো। এমপি ইলেকশনে ওনার সঙ্গে একটু কথাবার্তা হয়েছে। যখন উনি হেরে গেলেন তখন আমি একটু ঘনঘন যেতাম পার্কে। ভাবলাম এখন ওনার কাছে ভিড় কমে যাবে।"
আরও পড়ুন- Dilip Ghosh Wedding: 'ছেলেকে নিয়ে ইডেনে খেলা দেখেছেন দিলীপ, আমাদের বিয়েতে ও খুব খুশি', বললেন রিঙ্কু
তিনি আরও বলেন, "সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমিই ওনাকে প্রস্তাব দিই। আমার ক্রায়েটেরিয়া ছিল নিউটাউনের মধ্যে। নানা কিছু ভাবতে ভাবতে হঠাৎ ওনার কথাই ভাবি। আমার বিধানসভা এলাকার মধ্যেই আছে মোস্ট ব্যাচেলর..সৎ, বোল্ড আছেন। ওনার প্রিন্সিপালটা ভালো লেগেছে। ৩ মাস সময় দিয়েছেন। তারপর ওনার মনে হয়েছে এটা হতে পারে। তারপর মায়ের সঙ্গে কথা বলেছেন। তারপর আমায় মতামত জানিয়েছেন। আমি আপ্লুত। আমি গর্বিত। বৈদিক মতেই যেটা প্রয়োজন হিন্দু মতে বিয়ে করব।"
আরও পড়ুন- EXCLUSIVE:সংসার-সমুদ্রে গা ভাসিয়ে সংঘের দিলীপ সংসারী! RSS to BJP, জানুন দাপুটে নেতার 'জার্নি'