Dilip Ghosh Wedding:বঙ্গ BJP-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সাত পাঁকে (Dilip Ghosh Wedding) বাঁধা নিয়ে রাজ্য-রাজনীতিতে চর্চা অব্যাহত। রাজনৈতিক জীবন শুরু করার আগে দীর্ঘ বছর ধরে আরএসএসের প্রচারক হিসাবে কাজ করেছেন দিলীপ ঘোষ। RSS-এর প্রচারক থাকাকালীন কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়? কবে দিলীপ ঘোষ প্রচারক থেকে মুক্ত হয়েছেন?
আরএসএস সূত্রে খবর, ১৯৮০-৮১ সাল থেকে আরএসএসের প্রচারক হিসাবে কাজ শুরু করেন। জঙ্গলমহলের গোপীবল্লভপুরের এক প্রত্যন্ত গ্রাম থেকে আরএসএসের কার্যক্রম শুরু করেছিলেন তিনি। সংঘের অনেক প্রচারকই ওই এলাকা থেকে উঠে এসেছিলেন। তারপর বর্ধমানের আসানসোলে দীর্ঘদিন কাজ করেছেন জেলা প্রচারক হিসাবে। আসানসোলে থাকাকালীন আমাদের শ্রমিক সংগঠনের সঙ্গে থেকেও কাজ করেছেন তিনি। একবার বামেদের ডাকা বন্ধ ব্যর্থ করে দিয়েছিল সংঘের শ্রমিক সংগঠন। দিলীপ ঘোষেও সেই পরিকল্পনায় ছিলেন। কার্যত সেখানে থেকেই রাজনাীতি কীভাবে করতে হয়, অভিজ্ঞতা অর্জন করেছেন দিলীপ ঘোষ।
আসানসোল থেকে সংঘের প্রচারক হিসাবে আন্দামানে (Andaman) চলে যান। সেখান থেকে ফের কলকাতায় ফেরেন। সল্টলেকে পূর্ব কলকাতা বিভাগে কাজ করেন। তারপর হিন্দু জাগরণ মঞ্চ। শেষমেশ ২০১৫ সালে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। তারপর ২০১৬তে খড়্গপুর থেকে বিধায়ক, ২০১৯-এ মেদিনীপুর থেকে সাংসদ। এখন দিলীপ ঘোষ সংসারী।
আরও পড়ুন- Dilip Ghosh Wedding: 'ছেলেকে নিয়ে ইডেনে খেলা দেখেছেন দিলীপ, আমাদের বিয়েতে ও খুব খুশি', বললেন রিঙ্কু
আরএসএসের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক বিপ্লব রায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "আরএসএস ভলান্টিয়াারি অর্গানাইজেশন। সেখানে ভলান্টিয়ারি সার্ভিস দেবে তাঁর সুবিধা মতো, তাঁর সামর্থ্য অনুযায়ী। সেখানে কেউ মানা করতে পারে নাকি। তবে প্রচারক থাকলে বিয়ে করতে পারবে না। বিয়ে করলে প্রচারক থেকে মুক্ত হতে হবে। প্রচারকের দায়িত্ব তাঁর থাকবে না। যাঁরা অবিবাহিত, ডেডিকেটেড তাঁরাই প্রচারক হন। তবে প্রচারকের কাজ করতে করতে যদি তার মনে হয়। বাডিতে বৃদ্ধ বাবা, মা আছেন। বছরে এক-দু'জনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেই যায়। তবে বিয়ে করলে প্রচারকের পদে থাকতে পারবেন না।
আরও পড়ুন- Dilip Ghosh:'আমি খুব খুশি, মানুষটা ভালো', দিলীপের বিয়েতে শুভেচ্ছা জানিয়েও এটা কী বললেন কল্যাণ?
তবে দিলীপ ঘোষ কবে থেকে মুক্ত হলে প্রচারক পদ থেকে। আরএসএস সূত্রে জানা গিয়েছে, ২০১৬-তে দিলীপ ঘোষ বিধায়ক হওয়ার পর তাঁর প্রচারক জীবন থেকে মুক্ত হয়েছেন। প্রচারকদের কোনও আর্নিং সোর্স থাকবে না। সংঘ বিষয়টা দেখবে। বিধায়ক ভাতা পেয়েছেন, পেনশন পাচ্ছেন অর্থাৎ দিলীপ ঘোষের আর্নিং সোর্স হয়ে গিয়েছে। সেই সময় থেকে তিনি আর প্রচারক নেই। তাঁকে বিধায়ক হওয়ার পর এক সভায় ঘোষণা করে মুক্ত করা হয়েছিল।
আরও পড়ুন- Dilip Ghosh: বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! ফুল-মিষ্টি-ধুতি উপহার সুকান্তর
সংঘে সংগঠনের স্তর অনুযায়ী নানা স্তরের প্রচারক থাকেন। সাধারণত সংঘ পরিবারে নগর স্তরে প্রচারক, জেলা প্রচারক, বিভাগ প্রচারক, প্রান্ত প্রচারক, তারপর ক্ষেত্র প্রচারক, তারপর অখিল ভারতের দায়িত্বে থাকা প্রচারক। সংঘের বিবিধ দায়িত্বে থাকেন অনেকেই। বিপ্লব রায় বলেন, "অনেক প্রচারকই পরিবারের স্বার্থে বিয়ে করেছেন। তাঁদের ওপরই বাব-মা নির্ভরশীল হয়। বাবা মাকে দেখার কেউ নেই বলে অনেকে প্রচারক জীবন ছেড়েছেন।"