Advertisment

দুপুরে যাবেন ইডেনে, ভোর-ভোর বেরিয়ে তৃণমূলকে ধুলেন দিলীপ! যা বললেন…

ফের একবার মেদিনীপুরের বিজেপি সাংসদের তেড়েফুঁড়ে আক্রমণ রাজ্যের শাসকদলকে।

Joyprakash Das এবং Nilotpal Sil
New Update
Dilip ghosh controversial statements on oppositions

Dilip Ghosh: দিলীপ আছেন দিলীপেই!

আবারও দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল। ফের একবার দুর্নীতি ইস্যুতে মেদিনীপুরের বিজেপি সাংসদের তেড়েফুঁড়ে আক্রমণ রাজ্যের শাসকদলকে। 'কেন্দ্রের পাঠানো টাকা লুঠ হচ্ছে বাংলায়', তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে তুলোধনা করে ফের সোচ্চার প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। রবিবাসরীয় সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক দুর্নীতির দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে ফের সোচ্চার ডাকাবুকো এই বিজেপি নেতা।

Advertisment

রেশন দুর্নীতি নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?

"বহু লোক এই দুর্নীতির সঙ্গে যুক্ত। বহু লোক সুবিধা নিয়েছে। ধীরে ধীরে নাম আসছে। তথ্য, ডকুমেন্ট আসছে। ফোন থেকে ফাইল থেকে নাম আসছে। এটা চলবে। সবাইকে জিজ্ঞাসাবাদ হবে।"

'মোদী চাইলেও দিদি চাইছেন না'…

"সারা দুনিয়ায় বিভিন্ন সমস্যা চলছে। অনেক দেশের অবস্থা খারাপ। আমাদের দেশে বিরাট জনতা। সরকারের কাছে ক্ষমতা আছে ফ্রিতে খাওয়ানোর। যদিও বৃষ্টি কম হয়েছে তাও আমাদের উৎপাদন কম হয় না। কিন্তু বাংলার লোকেদের চিন্তার বিষয়, যে কেন্দ্র তো পাঠায় সাধারণ মানুষের কাছে পৌঁছবে কি? আবাস যোজনার টাকা লুঠ হচ্ছে, শৌচালয়ের টাকা লুঠ হচ্ছে, রাস্তাঘাট, জল, বিদ্যুতের টাকা লুঠ হচ্ছে, রেশন পর্যন্ত লুঠ হয়ে যাচ্ছে। চিন্তা আমাদের আছেই, মোদী চাইলেও দিদি চাইছেন না।"

আরও পড়ুন- কালীপুজো মিটলেই জাঁকিয়ে ঠান্ডা? শীত নিয়ে সাড়াজাগানো আপডেট!

ফের ৯৪ শিক্ষকের চাকরি বাতিল ইস্যুতেও সোজাসাপ্টা দিলীপ…

"যতগুলো নিযুক্তি হয়েছে সব জায়গায় দু'নম্বরি হয়েছে। টাকা-পয়সা নেওয়া-দেওয়া হয়েছে। তথ্য দিতে পারবে না ওরা। যারা টাকা দিয়েছে তাদের তো চাকরি যাবেই। অনেকে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন। তাঁদেরও দুর্ভাগ্যের শিকার হতে হচ্ছে। আমাদের বক্তব্য, যাঁরা জেনুইন তাঁরা যেন বঞ্চিত না হন। দোষীদের সাজা পাওয়া উচিত।"

আরও পড়ুন- ইডেনে আজ ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ সিএবি-র

Jyotipriyo Mallick West Bengal dilip ghosh bjp tmc Mamata Banerjee
Advertisment