New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/20/u6jZhU2ZMBaAIE1Y3fzF.jpg)
বিরাট অ্যাকশনে দিলীপ ঘোষ, ভাইরাল ভিডিও-র সত্যতা নিয়ে কী জানালেন?
Dilip Ghosh Viral Video: একটি অশ্লীল ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি তোলপাড়। নেট দুনিয়ার একাংশ দাবি করেছেন—ওই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি নাকি পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম দাপুটে নেতা দিলীপ ঘোষ!
বিরাট অ্যাকশনে দিলীপ ঘোষ, ভাইরাল ভিডিও-র সত্যতা নিয়ে কী জানালেন?
Dilip Ghosh Viral Video: অবশেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও কান্ডে বিরাট পদক্ষেপ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের।
‘চক্রান্ত ও মানহানির’ অভিযোগে কলকাতা পুলিশের দ্বারস্থ বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। লালবাজার সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির এই দাপুটে নেতা। অভিযোগপত্রে দিলীপ ঘোষ দাবি করেছেন, কিছু ব্যক্তি ও সংগঠিত গোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার চালাচ্ছে। তাঁর মতে, এই অপচেষ্টা তাঁর রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, ২২ জুলাই ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উদ্দেশ্যপ্রণোদিত ও বিকৃত ভিডিও পরিবেশন করে তাঁর বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে। যা তাঁর চরিত্রহননের সামিল। এই অভিযোগের সঙ্গে তিনি একাধিক ইউটিউব লিংক এবং সোশ্যাল মিডিয়া কনটেন্টের স্ক্রিনশট জমা দিয়েছেন, যেগুলিকে তিনি 'চক্রান্তের অংশ' বলেও উল্লেখ করেছেন।
তিনি তাঁর লিখিত অভিযোগে পুলিশ প্রশাসনকে অবিলম্বে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চক্রান্তের মূল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। অভিযোগপত্রের প্রতিলিপি তিনি রাজ্যপুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকেও পাঠিয়েছেন।যদিও বিজেপির তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও দলের অভ্যন্তরে এনিয়ে আলোচনার ঝড় শুরু হয়েছে।
উল্লেখ্য, একটি অশ্লীল ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি তোলপাড়। নেট দুনিয়ার একাংশ দাবি করেছেন—ওই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি নাকি পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম দাপুটে নেতা দিলীপ ঘোষ! যদিও ভিডিওর সত্যতা যাচাই করে নি ie বাংলা। তবে গোটা বিষয়টিকে ‘চক্রান্ত’ বলে অভিযোগ করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি অভিযোগ করেছেন, এই ভিডিও ও প্রচার সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। যার প্রেক্ষিপ্তে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হয়েছেন তিনি।