Malda News: মিড-ডে মিলের খিচুড়িতে কিলবিল করছে মরা শুঁয়োপোকা, বাংলার বুকে শোরগোল ফেলা ঘটনা জেরে উত্তাল

Malda News: হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের সুপারভাইজার রুমি মন্ডল বলেন, গ্রামবাসীদের বিক্ষোভের কথা শুনে এদিন এই কেন্দ্রে আসি। কয়েকজনের খাওয়ারে মরা শুঁয়োপোকা দেখতে পেয়েছি। শুঁয়োপোকাটি একবারে সিদ্ধ হয়ে গিয়েছে।

Malda News: হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের সুপারভাইজার রুমি মন্ডল বলেন, গ্রামবাসীদের বিক্ষোভের কথা শুনে এদিন এই কেন্দ্রে আসি। কয়েকজনের খাওয়ারে মরা শুঁয়োপোকা দেখতে পেয়েছি। শুঁয়োপোকাটি একবারে সিদ্ধ হয়ে গিয়েছে।

author-image
Madhumita Dey
New Update
মালদা মিড-ডে মিল, হরিশ্চন্দ্রপুর খিচুড়ি শুঁয়োপোকা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার কেলেঙ্কারি, কলমপাড়া মিড-ডে মিল বিতর্ক, অস্বাস্থ্যকর মিড-ডে মিল, শুঁয়োপোকা পড়ুয়াদের খাওয়ারে, Malda midday meal controversy, worm in khichdi Benga

মিড-ডে মিলের খিচুড়িতে কিলবিল করছে মরা শুঁয়োপোকা

Malda News: মিড-ডে মিলের খিচুড়ি ও সবজিতে শুঁয়োপোকা । আর এমন অস্বাস্থ্যকর খাওয়ার শিশু ও পড়ুয়াদের থালায় দিতেই বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের বাসিন্দারা। শনিবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কলমপাড়া এলাকায়। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মী দীপ্তি ভট্টাচার্য এলাকা থেকে পালিয়ে যান বলে অভিযোগ। পরে ঘটনার খবর পেয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে আসেন সংশ্লিষ্ট এলাকার সুপারভাইজার রুমি মন্ডল। কিন্তু তিনিও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। পরে অবশ্য ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা।

Advertisment

'গদির সুরক্ষার জন্য বাঙালিদের ঢাল করে স্বার্থ চরিতার্থের চেষ্টা', ফের অধীরের নিশানায় মমতা

কলমপাড়া এলাকার বিক্ষোভকারী গ্রামবাসী সিদ্ধার্থ মন্ডল,প্রকাশ মন্ডলদের অভিযোগ এদিন দুপুরে শিশু ও প্রসূতিদের মহিলাদের জন্য খিচুড়ি ও সবজি দেওয়া হয়েছিল দুপুরের খাবারে। কিন্তু কয়েকজন শিশুর পাতের খিচুড়ির মধ্যে মরা শুঁয়োপোকা উদ্ধার হয়। আর তাতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। রীতিমতো অস্বাস্থ্যকর পরিবেশে ওই অঙ্গনাওয়ারি কেন্দ্র থেকে এই ভাবেই রান্না করা খাওয়ার দেওয়া হচ্ছে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একজন কর্মীর উদাসীনতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে বরখাস্ত করার দাবি তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা।

Advertisment

বাংলা বলায় বঙ্গের যুবককে বাংলাদেশে 'চালান', বিজেপির বিরুদ্ধে গর্জে দেশের ফেরাতে তৎপর TMC

হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের সুপারভাইজার রুমি মন্ডল বলেন, গ্রামবাসীদের বিক্ষোভের কথা শুনে এদিন এই কেন্দ্রে আসি । কয়েকজনের খাওয়ারে মরা শুঁয়োপোকা দেখতে পেয়েছি। শুঁয়োপোকাটি একবারে সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নার সময় এটি হয়তো কোন ভাবে মিশে গিয়েছিল। সেক্ষেত্রে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর গাফিলতি কেন হলো তার কৈফত অবশ্যই দিতে হবে। এব্যাপারে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।

Malda