Advertisment

Ram Navami 2024: 'কোনও বাপের ব্যাটার হিম্মত নেই...!', রাম নবমী নিয়ে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Dilip Ghosh on Ram Navami Rally: দিলীপ ঘোষ বলেন, "পঞ্চাশ হাজারের মিছিল হবে রামনবমীতে। কেউ আটকাতে পারবে না। এই দেশ রামের দেশ। ৫০০ বছরের চেষ্টায় রাম মন্দির হয়েছে। হিন্দুরা বিজয় উৎসব পালন করবে। আমি আবেদন রাখছি হিন্দু সমাজের কাছে। হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। দিলীপ ঘোষ সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি। প্রয়োজনে সব ধরব হিন্দু সমাজের জন্য। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুস্থানে হিন্দুদের আটকায়। আদালত এবং সংবিধান আমরা তৈরি করেছি দেশ রক্ষার জন্য। তৃণমূল এলে তাদের এই নির্বাচনে সমূলে বিনাশ করুন।"

author-image
Joyprakash Das
New Update
Dilip Ghosh on Ram Navami

Dilip Ghosh: বর্ধমান দুর্গাপুরের হেভিওয়েট বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রামনবমী নিয়ে হুঙ্কার ছাড়লেন।

Dilip Ghosh on Ram Navami 2024: রাজ্যে রামমহোৎসব শুরু করে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। ১৫ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। তার মধ্যে আছে রামনবমী, হনুমান জয়ন্তী। এরইমধ্যে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। রামনবমীর এক দিন পরেই রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ভোট। এদিকে বর্ধমান দুর্গাপুরের হেভিওয়েট বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রামনবমী নিয়ে হুঙ্কার ছাড়লেন। মঙ্গলবার বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "রামনবমীতে হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। ত্রিশূল ধরেছি। প্রয়োজনে সব ধরব হিন্দু সমাজের জন্য। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুস্থানে হিন্দুদের আটকায়।"

Advertisment

গত ২০২৩-এ রামনবমীকে কেন্দ্র করে হাওড়া, হুগলি ও উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় অশান্তি হয়েছে। এবার একাধিক জনসভায় রামনবমী নিয়ে দাঙ্গার আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের অনুমতি পেতে আদালত পর্যন্ত গড়িয়েছে। এদিন এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, "পঞ্চাশ হাজারের মিছিল হবে রামনবমীতে। কেউ আটকাতে পারবে না। এই দেশ রামের দেশ। ৫০০ বছরের চেষ্টায় রাম মন্দির হয়েছে। হিন্দুরা বিজয় উৎসব পালন করবে। আমি আবেদন রাখছি হিন্দু সমাজের কাছে। হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। দিলীপ ঘোষ সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি। প্রয়োজনে সব ধরব হিন্দু সমাজের জন্য। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুস্থানে হিন্দুদের আটকায়। আদালত এবং সংবিধান আমরা তৈরি করেছি দেশ রক্ষার জন্য। তৃণমূল এলে তাদের এই নির্বাচনে সমূলে বিনাশ করুন।"

বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সহসম্পাদক শচীন্দ্রনাথ সিনহা বলেছেন, "অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা উপলক্ষ্যে রাজ্যের সর্বত্র রাম মহোৎসব হবে। এবার রামনবমীতে অনুষ্ঠানের সংখ্যাও বাড়বে।" এদিন একই সুর শোনা গেল মেদিনীপুরের বিদায়ী সাংসদের গলায়। দিলীপ ঘোষ বলেন, "সমস্ত গ্রামে শোভাযাত্রা হবে। দিলীপ ঘোষ সামনে দাঁড়াবে। মামদো বাজি নাকি? ৫০০ বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমরা উৎসব করব না? তোমরা রিগিং করে ভোট জিতে বিজয় উৎসব করো। আমরা কেন করব না? আজ থেকে টানা ৪ দিন আমি রাম নবমী পালন করব। কার কত দম আটকে দেখাক।"

আরও পড়ুন Ramnavami-Violence: রামনবমীতে বারবার হিংসার আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর, আদৌ তেমন সম্ভাবনা আছে?

ভোটের প্রচার চলাকালীন রামনবমী উৎসব বাড়তি নজর কাড়ছে। একদিকে তৃণমূল সুপ্রিমোর আশঙ্কা, অন্যদিকে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনের রামনবমী উৎসব পালনের উদ্যোগ। বিজেপির নাম নিয়ে সমর্থন না করলেও রামভক্ত সরকার চাই বলে জানিয়েছেন ভিএইচপি নেতা শচীন্দ্রনাথ সিনহা। দিলীপ ঘোষ তো সরাসরি ঘোষণা করে দিলেন, টানা চার দিন রামনবমী উৎসব পালন করবেন

Ram Temple West Bengal Ram Navami dilip ghosh
Advertisment