Dilip Ghosh :শমীকের অভিষেকের অনুষ্ঠানে কেন গরহাজির ছিলেন? উত্তরটা নিজেই জানালেন দিলীপ

Samik Bhattacharya-Dilip Ghosh: শমীক ভট্টাচার্যের বিজেপি রাজ্য সভাপতি পদে অভিষেকের দিনে কলকাতার সায়েন্স সিটির অনুষ্ঠানে দেখা যায়নি দিলীপ ঘোষকে। তাঁর অনুপস্থিতি নিয়ে জোরদার চর্চা ছড়িয়েছিল।

Samik Bhattacharya-Dilip Ghosh: শমীক ভট্টাচার্যের বিজেপি রাজ্য সভাপতি পদে অভিষেকের দিনে কলকাতার সায়েন্স সিটির অনুষ্ঠানে দেখা যায়নি দিলীপ ঘোষকে। তাঁর অনুপস্থিতি নিয়ে জোরদার চর্চা ছড়িয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh, ssc group c and d  allowance

Dilip Ghosh: দিলীপ ঘোষ।

West Bengal BJP: কলকাতার সায়েন্স সিটিতে বিরাট আয়োজনে দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে বরণ করে নিয়েছে রাজ্য BJP। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, কেন্দ্রের বিজেপি নেতা সুনীল বনশল-সহ তাবড় নেতৃত্ব উপস্থিত ছিলেন সেদিনের অনুষ্ঠানে। তবে সেদিনের অনুষ্ঠানে দেখা যায়নি ডাকাবুকো বিজেপি নেতা তথা গেরুয়া দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সেদিনের ওই অনুষ্ঠানে না যাওয়ার কারণ এবার জানালেন দিলীপ ঘোষ নিজেই।

Advertisment

গত এক বছর ধরে দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের দূরত্ব বেশ খানিকটা বেড়েছে। সম্পর্কে ফাটলও তৈরি হয়েছে। সেই ফাটল আরও বেড়েছে দিলীপ ঘোষের সস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ায়। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা একেবারেই দিলীপ ঘোষের দিঘার মন্দিরের উদ্বোধনে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি। তারপর থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের অনেকেই বিরূপ মন্তব্য করতে শুরু করেন। দিলীপ ঘোষও তার পাল্টা উত্তর দিয়েছেন।

সম্প্রতি সুকান্ত মজুমদারকে সরিয়ে শমীক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করেছে বিজেপি। রাজ্যের প্রায় সব নেতা সায়েন্স সিটির সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে দেখা যায়নি দিলীপ ঘোষকে।

আরও পড়ুন- Weekend trip: দিন দুয়েকের ছুটিতেই 'স্বপ্নের সফর'! বর্ষায় পাড়ি জমান কলকাতার কাছের অভূতপূর্ব এই প্রান্তে

Advertisment

বিজেপি সূত্রে খবর, ওই অনুষ্ঠানে দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি। এই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন দিলীপ ঘোষকে। উত্তরে বিজেপি নেতা বলেছেন, "এই পরিস্থিতিতে আমার কাজ সবাইকে জাগানো। আমি একজন সাধারণ কর্মী। উচ্চ নেতৃত্ব আমাকে যেখানে যেতে বলে আমি শুধুমাত্র সেখানেই যাই।"

আরও পড়ুন- Weekend trip: দিন দুয়েকের ছুটিতেই 'স্বপ্নের সফর'! বর্ষায় পাড়ি জমান কলকাতার কাছের অভূতপূর্ব এই প্রান্তে

bjp dilip ghosh Bengal BJP Samik Bhattacharya