weekend getaway: দিন কয়েকের জন্য ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের অবসর খুঁজছেন? তাহলে কলকাতার কাছেই অপূর্ব এই এলাকা আপনার পারফেক্ট চয়েজ হতেই পারে। ভরা বর্ষায় এখানকার নৈস্বর্গিক শোভা আপনাকে মোহিত করে দেবে। হাতে মাত্র দিন তিনেক ছুটি নিয়েই বেরিয়ে আসতে পারেন কলকাতার কাছের এই সবুজ প্রান্তর থেকে।
ইচ্ছে থাকলেও টানা কয়েকদিন ছুটি ম্যানেজ করাটা অনেক চাকরিজীবী কিংবা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। তাই অনেকেই দিন তিনিকের ছুটিতে একটা ফাটাফাটি ডেস্টিনেশনের খোঁজে থাকেন। ভ্রমণপ্রিয় সেই অংশটির জন্যই বিশেষ এই প্রতিবেদন।
এই বর্ষায় ঘুরে আসুন কলকাতার কাছে ঘাটশিলা থেকে। বর্ষাকালে এখানকার প্রাকৃতিক শোভা এক কথায় চমৎকার। চারপাশে সবুজের সামরোহ আর পাশে মাথা তুলে দাঁড়িয়ে পাহাড়, চোখ জুড়ানো জলপ্রপাত আর তারই পাশে নাম না জানা গাছের সাড়ি, ভরা বর্ষায় এখানকার অনির্বচনীয় সৌন্দর্য্যের প্রেমে পড়ে যাবেন।
আরও পড়ুন- weekend getaway:বর্ষায় বেড়ানোর 'সেরার সেরা' ডেস্টিনেশন! দিন দু'য়েকের ছুটিতে ঢুঁ মারুন কলকাতার কাছের এতল্লাটে
একেবারে পশ্চিমবঙ্গের শেষ আর ঝাড়খণ্ডের শুরু, এখানেই রয়েছে এই ঘাটশিলা। ঘাটশিলা থেকে আপনি ঘুরে নিন গৌরীকুঞ্জ যা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান। এই ঘাটশিলাতেই রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। ঝাড়খন্ড সরকার সেই বাড়িটি সংরক্ষণ করেছে। এই ঘাটশিলাকে কেন্দ্র করে আপনি ঘুরে নিতে পারেন আশেপাশের রামকৃষ্ণ মঠ, চিত্রকুট পাহাড়, ফুলডংড়ি, রাত মোহনা, ডিমনা লেক, বুরুডি হ্রদ থেকে। ঘাটশিলায় আরও বেশ কিছু আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে। বর্ষায় সেই সব এলাকার সৌন্দর্য্য একেবারে তাক লাগিয়ে দেয়।
আরও পড়ুন- weekend getaways:উইকেন্ড ট্রিপের জমাটি মজা! বর্ষায় মনের আরাম নিতে পাড়ি জমান কলকাতার কাছের এই প্রান্তে
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহদের লেখায় বারবার এসেছে এই ঘাটশিলার নাম। ঘাটশিলা থেকে ২০ কিলোমিটার দূরত্বেই রয়েছে ধলভূমের প্রাচীন রাজবাড়ী এবং মন্দির। সেখানে রয়েছে একটি রাসমঞ্চ। এখানকার স্থানীয় ঝর্ণা ও নদীর ধারে বসে কাটাতে পারেন ঘন্টার পর ঘন্টা। সুবর্ণরেখা নদীর পাড়ে বসে কাটানো প্রতিটি মুহূর্ত আপনার স্মৃতির পাতায় বহুদিন রয়ে যাবে। এখানকার ফুলডুংরির অপূর্ব সৌন্দর্য্য আপনার চোখ জুড়িয়ে দেবে। চারিদিকে পাহাড় আর তারই মাঝে রয়েছে বুরুটি হ্রদ। ঘাটশিলা থেকে ঘুরে আসতে পারেন চান্ডিল বাঁধ এবং দলমা পাহাড় থেকেও।
আরও পড়ুন- weekend getaway:এবেলা বেরিয়ে ওবেলা ফিরুন! বর্ষায় কলকাতার কাছের এপ্রান্তের অনির্বচনীয় শোভার প্রেমে পড়বেনই!
কলকাতার দিক থেকে ঘাটশিলা যাওয়ার জন্য আপনি ট্রেন বা গাড়ি দুটোকেই বেছে নিতে পারেন। ট্রেনে গেলে একেবারে হাওড়া থেকে সোজা পৌঁছে যাবেন ঘাটশিলায়। বারবিল জনশতাব্দী, হাওড়া-রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস এই ঘাটশিলায় যায়। এছাড়াও সড়কপথে যেতে চাইলে আপনাকে কলকাতা থেকে খড়গপুর বাহারাগোরা হয়ে মুসাবনি দিয়ে ঘাটশিলায় যেতে হবে। কলকাতা থেকে ঘাটশিলার দূরত্ব সড়কপথে প্রায় ২৪০ কিলোমিটারের মতো।