Advertisment

Dilip Ghosh: অভিষেক 'প্রশংসা' করেছেন শুনেই কী বললেন দিলীপ? মন্তব্য ঘিরে সীমা ছাড়াচ্ছে চর্চা!

Dilip Ghosh: নিউটাউনের ইকো পার্কে ফি দিন প্রাতঃভ্রমণে বেরোতে দেখা যায় দিলীপ ঘোষকে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনও একগুচ্ছ প্রশ্নের উত্তর দিয়েছেন একদা রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা। এবারেও লোকসভা ভোটে তাঁর টিকিট পাওয়া অনেকটাই পাকা। যদিও বিজেপি এখনও পর্যন্ত এরাজ্যে চূড়ান্ত পর্বের প্রার্থী তালিকা এরাজ্যের ক্ষেত্রে প্রকাশ করেনি। ওই তালিকাতেই দিলীপ ঘোষের নাম থাকার সম্ভাবনা প্রবল। তবে তিনি কোন কেন্দ্র থেকে এবার প্রার্থী হতে পারেন তা এখনও স্পষ্ট নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip ghoshs reaction about abhishek banerjees statement

Dilip ghosh-abhishek banerjee: অভিষেক ব্যানার্জি ও দিলীপ ঘোষ।

Dilip Ghosh: সব কিছু ঠিকঠাক থাকলে এবারের লোকসভা নির্বাচনেও (Lok Sabha Election 2024) প্রার্থী হচ্ছেন BJP নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে এবারও মেদিনীপুর নাকি অন্য কোনও কেন্দ্র থেকে দল তাঁকে প্রার্থী করবে তা এখনও স্থির হয়নি। তবে ভোটের আবহে বেশ চনমনেই দেখাচ্ছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। তৃণমূলের শীর্ষ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্প্রতি একটি নিউজ চ্যানেলের অনুষ্ঠানে তাঁর প্রশংসা করেছেন শুনে মুচকি হাসিও দেখা গেল দিলীপ ঘোষের মুখে।

Advertisment

প্রতিদিনের মতো শনিবার সকালেও নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন এই বিজেপি নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে দিলীপ ঘোষ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, 'উনি ভালো সংগঠক'। অভিষেকের এই মন্তব্য প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, "যে যাঁর দৃষ্টিতে যেভাবে দেখেন। আমি সংগঠনই করেছি। সেটা ওঁনার উপলব্ধি উনি বলেছেন।"

এরই পাশাপাশি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandra Nath Sinha) ও আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) ভাই তথা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের (Swaroop Biswas) বাড়িতে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি নিয়েও মুখ খুলেছেন দিলীপ।

আরও পড়ুন- Kolkata Weather Today: দোলেও প্রবল বৃষ্টি? দুর্যোগ-শঙ্কা কোন কোন জেলায়? জানুন আবহাওয়ার মারকাটারি আপডেট!

এপ্রসঙ্গে তিনি বলেন, "যত দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে। কোনও না কোনও নেতা কোথাও জড়িয়ে আছেন। আরও অনেক নাম আসবে। বিরাট বড় চক্র, সময় লাগবে। যার যার নাম এসেছে হানা হচ্ছে, তল্লাশি হচ্ছে। এরা কেউ সন্দেহের উপরে নেই।"

আরও পড়ুন- Abhishek Banerjee: হম্বিতম্বি করেও ঢোক গিলেছেন নওশাদ! অভিষেক বধে ডায়মন্ড হারবারে প্রার্থীই পাচ্ছে না বিরোধীরা

গ্রেফতারের পরেও সন্দেশখালির (Sandeshkhali) একদা 'ত্রাস' শেখ শাহজাহান (Sheikh Shahjahan) CBI জেরায় অনেক প্রশ্নেরই উত্তর এড়িয়ে যাচ্ছেন বলে দাবি সূত্রের। এদিন সেপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "অনেক এরকম বাঘ পরে মুখ খুলেছেন। শিয়াল হয়ে গেছেন। উনিও হবেন। শাহজাহানের বিরুদ্ধে শুরু থেকে আমরা এত কেস করেছি, কোনও কেসে FIR হয়নি। চার্জশিট হয়নি। এমনকী আমাদের নেতা খুন হয়েছেন সেই অভিযোগ থেকে ওর নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।"

abhishek banerjee dilip ghosh loksabha election 2024
Advertisment